বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০২৩, ০৭:৩৪:০৬

‘অবৈধ অভিবাসীদের রাজনৈতিক আশ্রয় নয়’

‘অবৈধ অভিবাসীদের রাজনৈতিক আশ্রয় নয়’

আন্তর্জাতিক ডেস্ক : অবৈধভাবে যারা প্রবেশ করছেন, তারা রাজনৈতিক আশ্রয় দাবি করতে পারবেন না। প্রধানমন্ত্রী ঋষি সুনাক যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের ঢেউ ঠেকাতে কঠোর ব্যবস্থা নিচ্ছেন। বিতর্কিত একটি পরিকল্পনার ঘোষণা দিয়ে তিনি জানান, অবৈধভাবে প্রবেশকারী কখনো রাজনৈতিক আশ্রয় দাবি করতে পারবেন না।
 
এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। ঋষি সুনাক বলেন, ‘আপনি যদি অবৈধভাবে প্রবেশ করেন, তাহলে আশ্রয় দাবি করতে পারবেন না; আমাদের আধুনিক দাসত্ব সুরক্ষা থেকে সুবিধা নিতে পারবেন না; মানবাধিকারের দাবি করতে পারবেন না এবং আপনি থাকতেও পারবেন না।’
 
ঋষি সুনাক আরও বলেন, ‘কেউ এখানে বেআইনিভাবে এলে আমরা তাকে আটক করব এবং সপ্তাহের মধ্যেই ফিরিয়ে দেব। যদি তাদের নিজেদের দেশে নিরাপদে ফিরিয়ে দেওয়া না-ও যায়, তাহলে তৃতীয় বিশ্বের রুয়ান্ডার মতো একটি নিরাপদ দেশে তাকে পাঠানো হবে। 

এ ছাড়া আপনাকে যদি একবার সরিয়ে দেওয়া হয়, তাহলে যুক্তরাজ্য ভ্রমণেও নিষিদ্ধ করা হবে।’ প্রতিবেদনে বলা হয়, গত বছর ছোট নৌকায় করে ৪৫ হাজারের বেশি অভিবাসী দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের উপকূলে পৌঁছায়। বিপজ্জনক এসব রুটে এ সংখ্যা বছরে ৬০ শতাংশ হারে বাড়ছে। 

২০১৮ সালের পর থেকে প্রতিবছর এসব রুট অভিবাসনপ্রত্যাশীদের জন্য আরও জনপ্রিয় হয়ে উঠছে। এদিকে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং বিরোধী দলগুলো নতুন এ পরিকল্পনার সমালোচনা করেছে। 

তারা বলছে, এ পরিকল্পনা অকার্যকর। এ জন্য অন্যায়ভাবে দেশত্যাগে বাধ্য হওয়া শরণার্থীদের ভুগতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে