শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ০৮:০৬:২৪

রামচন্দ্র পাউডেল নেপালের নয়া রাষ্ট্রপতি

রামচন্দ্র পাউডেল নেপালের নয়া রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক : বর্ষীয়ান কংগ্রেস নেতা রামচন্দ্র পাউডেল নেপালে নয়া রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন । তিনি দেশটির তৃতীয় রাষ্ট্রপতি। আলজাজিরার খবরের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এ ভোট হয়। সেখানে পাউডেল ৩৩ হাজার ৮০২ ভোট এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সুবাস চন্দ্র নেম্বাং পেয়েছেন ১৫ হাজার ৫১৮ ভোট।

গত বছরের নভেম্বরে নেপালে সাধারণ নির্বাচন হয়। সেখানে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহালের নেতৃত্বাধীন দল কমিউনিস্ট পার্টি অব নেপাল (মাওবাদী) এবং প্রধান বিরোধী দল ইউএমএল জোটবদ্ধ হয়ে সরকার গঠন করে।

তবে ইউএমএলের সঙ্গে জোটবদ্ধ হলেও প্রেসিডেন্ট নির্বাচনে কংগ্রেস নেতা পাউডেলকে সমর্থন দেন দাহাল। দাহালের এমন পদক্ষেপের প্রতিবাদে তার দলের সঙ্গে করা জোট থেকে বেরিয়ে যায় ইউএমএল। তাদের এ ভাঙনের ফলে নেপালি কংগ্রেস ও দাহালের দলের মধ্যে নতুন চুক্তির পথ প্রশস্ত হয়। দল দুটি সংসদে যথাক্রমে প্রথম ও তৃতীয় অবস্থানে রয়েছে।

কেন্দ্রীয় সংসদের দুটি কক্ষ ও সাত প্রাদেশিক বিধায়ক নিয়ে গঠিত ইলেক্টোরাল কলেজের মাধ্যমে নেপালের প্রেসিডেন্ট নির্বাচিত হন। সংসদীয় গণতন্ত্রের দেশ নেপালের রাষ্ট্রপ্রধান হলেন প্রেসিডেন্ট। যদিও প্রেসিডেন্ট পদটি আনুষ্ঠানিক, তবুও রাজনৈতিক সংকটের সময় সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন তিনি।

হিমালয়ের দেশ হিসেবে খ্যাত নেপালের বিদায়ী প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারীর মেয়াদ আগামী ১২ মার্চ শেষ হবে। পাউডেল ছয়বারের সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রসহ পাঁচবার বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

নেপালের পঞ্চায়েত আমলে একজন ছাত্রনেতা হিসেবে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছিলেন পাউডেল। এ ছাড়া দেশটিতে রাজতন্ত্রবিরোধী আন্দোলনের সময় কারাবন্দি হয়েছিলেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে

aditimistry hot pornblogdir sunny leone ki blue film
indian nude videos hardcore-sex-videos s
sexy sunny farmhub hot and sexy movie
sword world rpg okhentai oh komarino
thick milf chaturb cum memes