আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থীপদের দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প এই প্রথমবার ভারত সম্পর্কে মন্তব্য করলেন। তিনি বললেন, ভারত খুব ভালো কাজ করছে আর তা নিয়ে কেউ কথা বলছে না। ট্রাম্প এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উল্লেখ না করলেও বলেছেন। তিনি বলেছেন আগামীর বিশ্ব হবে ভারতের। সিএনএন-কে দেওয়া সাক্ষাত্কারে ট্রাম্প এই মন্তব্য কররেছেন।
প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার লড়াইয়ে প্রচার শুরুর পর এই প্রথম তিনি ভারত সম্পর্কে মন্তব্য করলেন। ট্রাম্পের ভাষণে চীন, মেক্সিকো, ইরাক, ইরান, জাপানের মতো দেশের সমালোচনা শোনা গেলেও ভারতের প্রশংসাই তিনি বেশি করেছেন।
ট্রাম্পের এই মন্তব্য সম্পর্কে ইতিমধ্যেই ভারতে রাজনৈতিক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। কংগ্রে নেতা সন্দীপ দিক্ষীত বলেছেন, আরএসএস-এর মতোই চিন্তাধারা ট্রাম্পের। কংগ্রেস নেতা আরো বলেন, মানুষের সমান অধিকারের বিরোধী ওই ব্যক্তি ও সংগঠনগুলি।
উল্লেখ্য, এর আগে ট্রাম্প বলেছিলেন, মোদির সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তিনি খুব ভালো কাজ করছেন। ২০০৭-এ সিএনএন-কে দেওয়া সাক্ষাত্কারের প্রসঙ্গ উল্লেখ করে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী বলেছেন, যেখানে চীনের সূচনা । সেখানে ভারতেরও সূচনা। আমি যা বলেছিলাম, সবই ঠিক হয়েছে। সে ইরাক, ইরান, চীনই হোক বা জাপান।
ট্রাম্প আরো বলেন, আমাদের দেশের দিকে তাকান। আমরা এমনই এক বড় শক্তি যাকে সারা বিশ্ব সম্মান করে। কিন্তু কিছু সময় ধরে আমরা হাসির পাত্রে পরিণত হয়েছি। লোকে হঠাৎই চীন, ভারত বা অন্য দেশের কথা বলছে। এমনকি, তা আর্থিক দৃষ্টিকোণ থেকেও। আমেরিকা অনেকটা নিচে নেমে গিয়েছে। এটা খুবই দুঃখজনক।
২৭ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই