 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : ফের ধাক্কা খেলো মুম্বাই হামলার বিচার প্রক্রিয়া। ২০০৮ সলের নভেম্বর মাসের ২৬ তারিখে ভারতের মুম্বাইয়ের তাজমহল হোটেলে এই হামলার ঘটনা ঘটে। এই হামলার মাস্টারমাইন্ড জাকিউর রহমান লকভি এবং ছয় সন্দেহভাজনের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য পাকিস্তানের নিকট আবেদন করছিল ভারত সরকারের পক্ষ থেকে। আর সেই মালটিই এবার খারিজ করে দিল পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্ট।
সেই হামলার সাত সন্দেহভাজনের কণ্ঠস্বরের যে নমুনা ভারতীয় গোয়েন্দাদের হাতে রয়েছে, তার সঙ্গে তাদের কণ্ঠস্বর মিলিয়ে দেখতে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা প্রয়োজন। সেই মর্মে ইসলামাবাদ হাইকোর্টে আবেদনও জানানো হয়। কিন্তু সেই আর্জি আজ খারিজ করে দিল কোর্ট। এর আগে আইনের দোহাই দিয়ে ২০১১ এবং ২০১৫ সালে লকভির কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার আর্জি খারিজ হয়ে যায়।
২০০৮ সালে এই সন্দেহভাজন এবং জঙ্গিদের মধ্যে গোপন কথোপকথনের রেকর্ড হাতে আসে ভারতীয় গোয়েন্দাদের কাছে। সেই কথোপকথনে জঙ্গিদের নির্দেশ দিতে শোনা গিয়েছে সন্দেহভাজনদের। এমনটাই অভিযোগ পাওয়া গিয়েছে। এই হাই প্রোফাইল মামলার তদন্ত দ্রুত শেষ করতে লকভির কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সরকারি আইনজীবীরা।
উল্লেখ্য, লস্কর সদস্য জাকিউর রহমান লাকভি ছাড়া অন্য ছয় অভিযুক্ত হলো আব্দুল ওয়াজিদ, মাজহার ইকবাল, হামাদ আমিন সাদিক, শাহিদ জামিল রিয়াজ, জামিল আহমেদ এবং ইউনিস আঞ্জুম। এরা সকলেই এখন জেলবন্দী।
২৭ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই