আন্তর্জাতিক ডেস্ক: একসঙ্গে তিন দেশে শক্তিশালী ভূমিকম্পের আঘাত! আফগানিস্তানের রাজধানী কাবুল ও পাকিস্তানের উত্তরাংশে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যার পর এ ভূমিকম্প হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
ভারতের রাজধানী নয়া দিল্লিতেও কম্পণ অনুভূত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে। তবে ভূমিকম্পটি কত মাত্রার ছিল তা এখনও জানা যায়নি, ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্যও এখন পর্যন্ত পাওয়া যায়নি।
গত বছর ২২ সেপ্টেম্বর আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহার ও কুনারে ৬ দশমিক ১ মাত্রার এক ভূমিকম্প হয়েছিল। এতে নিহতের সংখ্যা ছাড়িয়েছিল ১ হাজার এবং আহত হয়েছিলেন দেড় হাজারেরও বেশি মানুষ।