বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬, ০৮:৩৭:৩৭

পাকিস্তানি বেলুনে ভারতীয় যুদ্ধবিমান থেকে গুলি

পাকিস্তানি বেলুনে ভারতীয় যুদ্ধবিমান থেকে গুলি

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানি বেলুন দেখে টনক নড়ে ভারতীয় যুদ্ধবিমানের।  ভারতের রাজস্থানের আকাশে মঙ্গলবার সন্দেহজনক একটি বেলুনাকৃতি বস্তু গুলি করে নামিয়েছে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান সুখোই-৩০৷ বস্তুটি পাকিস্তানের দিক থেকেই উড়ে এসেছিল বলে বুধবার জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্কর৷

বুধবার পারিক্কর জানান, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে৷ পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালানোর সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়৷

ভারতের নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখতে এবং শক্তি পরীক্ষা করতেই সম্ভবত বেলুনটি পাঠানো হয়েছিল বলে জানান তিনি৷ বিমানবাহিনীর ব়্যাডারে ধরা পড়ার ১৫ মিনিটের মধ্যে গুলি করে নামানো হয় বেলুনাকৃতি বস্তুটি৷

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা-১১টার দিকে পাকিস্তান সীমান্তে রাজস্থানের বারমেরের আকাশে ভারতীয় বিমানবাহিনীর ব়্যাডারে ধরা পড়ে সন্দেহজনক উড়ন্ত বেলুনাকৃতির একটি বস্তু৷

তড়িঘড়ি যুদ্ধবিমান সুখোই-৩০ পাঠিয়ে তা ধ্বংস করা হয়৷ তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই৷ পাকিস্তানের দিক থেকেই উড়ে এসেছিল বস্তুটি৷

বারমেরের গুডড়ি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, যুদ্ধবিমান থেকে কিছু ধাতব বস্তু নিক্ষেপ করা হয়েছে৷ যার কারণে বেশকিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে৷ গ্রামবাসীদের অভিযোগ পাওয়ার পর বিমানবাহিনীর অফিসারদের একটি দল সেখানে পৌঁছে৷

তবে এ ব্যাপারে পাকিস্তানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে