শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ০৯:৩৭:৩৮

রাহুল গান্ধী এমপি পদও হারালেন

রাহুল গান্ধী এমপি পদও হারালেন

আন্তর্জাতিক ডেস্ক : শাস্তি তো শাস্তিই, আর সে কারণে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী তার সংসদ সদস্য পদ খোয়ালেন। মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়ার এক দিনের মাথায় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে ভারতীয় লোকসভায় অযোগ্য ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে তার সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে।

শুক্রবার এক প্রজ্ঞাপন জারি করে এসব তথ্য জানিয়েছে লোকসভা সচিবালয়। রাহুল গান্ধী কেরালার ওয়ানাদ আসনের লোকসভার সদস্য। তাকে চুপ করাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, রাহুলের আসন শূন্য ঘোষণার ফলে এখন যে কোনো সময় ওই আসনে বিশেষ নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারবে নির্বাচন কমিশন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে করা মন্তব্যের জেরে মানহানির মামলায় গতকাল বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দেন গুজরাটের একটি আদালত। তবে আদালত তার ৩০ দিনের জামিনের আবেদন মঞ্জুর করেন। এ ছাড়া আপিল করার সুযোগও দেওয়া হয়েছে তাকে।

গত ২০১৯ সালের লোকসভা ভোটে কর্ণাটকে প্রচারে গিয়ে রাহুল প্রশ্ন তুলেছিলেন, ‘সব চোরের পদবি “মোদি” হয় কেন?’ আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদি, ব্যাংক-ঋণ মামলায় ‘পলাতক’ নীরব মোদির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা টেনেছিলেন তিনি।

ওই ঘটনায় রাহুলের বিরুদ্ধে ‘পদবি অবমাননার’ অভিযোগে মানহানির মামলা করেন গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদি। সে মামলাতেই দোষী সাব্যস্ত হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পূর্ণেশ মোদি মামলায় অভিযোগ করেন, রাহুলের এই বক্তব্যের মাধ্যমে ‘মোদি’ পদবির সব মানুষের অপমান হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে