আন্তর্জাতিক ডেস্ক : চেক প্রজাতন্ত্রের ঠোঁটকাটা প্রেসিডেন্ট মিলোস জিম্যান দেশটির প্রধানমন্ত্রী বহুস্লাভ সোবোতকাকে একেবারেই পছন্দ করেন না।
গতমাসে রেডিওতে এক সাক্ষাৎকারে তিনি খোলাখুলি বলেন, প্রধানমন্ত্রীকে বরখাস্ত করতে পারলে অত্যন্ত খুশি হতেন তিনি।
কিন্তু, সোমবার এক জনসভায় প্রধানমন্ত্রীকে সরানোর নিয়ে তিনি যা বলেছেন, তা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
জনসভায় প্রেসিডেন্টকে জিজ্ঞেস করা হয় প্রধানমন্ত্রীকে তিনি কীভাবে সরাবেন। মিলোস জিম্যান উত্তরে বলেন, ‘একটি পদ্ধতি গণতান্ত্রিক- নির্বাচন। অন্যটি অগণতান্ত্রিক- কালাশনিকভ বা গুলি।’
চেক প্রেসিডেন্ট কিছুটা রসিকতার সুরে একথা বললেও সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে রাজনীতিকরা তার সমালোচনায় মুখর হয়ে উঠেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী মিলান চোভানেচ টুইটারে লিখেছেন, ‘একজন নির্বাচিত জনপ্রতিনিধি সম্পর্কে এ ধরনের রুচিহীন রসিকতা আগুনে তেল ঢালার মত।’
পাভেল ব্যাভোদা নামে একজন এমপি তার টুইটারে র্যা মবোর বেশে অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘মি. জিম্যান কি নিজে কালাশনিকভ চালাবেন, নাকি এ রকম কাউকে ভাড়া করবেন।’
সমালোচনার মুখে প্রেসিডেন্টের একজন মুখপাত্র বলেছেন, অনর্থক বাড়াবাড়ি করা হচ্ছে। তিনি বলেন, প্রেসিডেন্ট বলতে চেয়েছেন প্রধানমন্ত্রীকে সরানোর একমাত্র উপায় অবাধ ও মুক্ত একটি নির্বাচন।
সূত্র: বিবিসি
২৮ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ