আন্তর্জাতিক ডেস্ক : ইরানি হুঁশিয়ারির পর পালিয়ে গেল মার্কন জঙ্গিবিমান। দেশটির নৌবাহিনীর মহড়া এলাকায় প্রবেশ করে মার্কিন জঙ্গিবিমান ও জাহাজ। মহড়াস্থলের কাছে না আসার চেষ্টা করলে ইরানের নৌবাহিনী দুই দফা সতর্কবার্তা পাঠায়।
ইরানের নৌবাহিনীর হুঁশিয়ারির পর দ্রুত ওই এলাকা ত্যাগ করে মার্কিন একটি জঙ্গিবিমান ও জাহাজ।
বুধবার ইরানি পানিসীমায় এই ঘটনা ঘটে। সকালের দিকে ইরানের নৌবাহিনীর ‘বেলায়াত-৯৪’ নামের বিশাল মহড়া শুরু হয়েছে। এ মহড়া চলছে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী, ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাংশে।
মহড়ার মূল পর্বে ইরানে মেরিন সেনারা শত্রুর আগ্রাসন মোকাবেলার কসরত প্রদর্শন করেন। মহড়া সফল করার জন্য ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লাঞ্চার, রকেট লাঞ্চার, কমান্ডো সেনা, কোস্টাল আর্টিলারি এবং ভ্রাম্যমান ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম মোতায়েন করা হয়েছে।
এছাড়া, ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তারেক সাবমেরিন, ডেস্ট্রয়ার ও স্পিডবোট রয়েছে। চার স্তরের এ নৌমহড়া হচ্ছে ইরানের অন্যতম বড় বার্ষিক সামরিক মহড়া।
২৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস