 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : স্মার্ট সিটি মানেই একটু বেশি সুযোগ-সুবিধা। তাই ২০টি স্মার্ট সিটির তালিকা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সেই তালিকা প্রকাশ করা হবে। দেশের কোন কোন শহর পাবে স্মার্ট সিটির শিলমোহর পাচ্ছে সেদিকেই এখন সবার নজর।
ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে স্মার্ট সিটির জন্যে ৯৭টি শহরের নাম সুপারিশ করেছিল রাজ্য সরকারগুলো। তারই মধ্যে থেকে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রণালয় বেছে নিয়েছে মোট ২০টি শহরকে। এই সবকটি শহরে থাকবে প্রাথমিক পরিকাঠামো, উন্নতমানের যানবাহনের সুবিধে, আইটি কানেকটিভিটি এবং ই-গভার্নেন্স মেকানিজম।
দিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজে জাতীয় সুরক্ষা এবং সুকৌশলী শিক্ষা সম্পর্কে কথা বলতে এই ঘোষণা করেন কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী এম বেঙ্কাইয়া নাইডু। সেই সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনী, নৌসেনা এবা বায়ুসেনার প্রায় ১০০ জন আধিকারিক। এছাড়াও ছিলেন ২৫ জন বিদেশি আধিকারিক।
বৃহস্পতিবার ২০টি শহরের নাম ঘোষণা করা হলেও, আগামী দিনে দেশের আরও ৪০টি শহরকে স্মার্ট সিটি হিসেবে চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী এম বেঙ্কাইয়া নাইডু।
২৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                