 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : রাজস্থানের পর দিল্লির আকাশেও দেখা গেছে একটি বেলুন। ফের এক সন্দেহজনক বেলুনের মতো বস্তুকে ঘিরে আতঙ্ক ছড়াল ইন্দিরা গান্ধী বিমানবন্দর চত্ত্বরে। বস্তুটি ঠিক কী, তা খতিয়ে দেখা হচ্ছে। জারি করা হয়েছে সতর্কতা।
দিল্লি বিমানবন্দরের ডিসিপিকে সন্দেহজনক বেলুনটির বিষয়ে প্রথম জানায় গুরগাঁও কন্ট্রোল রুম।
বেলুনটি দেখা মাত্রই বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিমানবাহিনী অফিসারদের সতর্কবার্তা দেয় দিল্লি পুলিশ। বেলুনটি কোথা থেকে এল, বেলুনটির মধ্যে বিস্ফোরক কিছু আছে কিনা, তা নিয়ে তদন্ত শুরু হয়। ঝুঁকি এড়াতে দিল্লি বিমানবন্দরে দু’ঘণ্টা বিমান চলাচল বন্ধও রাখা হয়।
এরপর তদন্ত করে জানা যায়, বেলুনটির মধ্যে সন্দেহজনক কিছু ছিল না এবং সীমান্তের ওপার থেকেও এটি আসেনি। আবহাওয়ার তথ্যাবলী সংগ্রহ করতে রাজধানীর আকাশে বেরিয়েছিল এই বেলুনটি। পরে দিল্লি পুলিশও বিষয়টি নিশ্চিত করে জানায়।
কিছু টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়, বেলুনটিকে আয়া নগর এয়ারফোর্স স্টেশনের দিকে যেতে দেখা গিয়েছে। তবে এটিতে বিপজ্জনক কিছু ছিল না বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
প্রজাতন্ত্র দিবসে রাজস্থানের বারমেঢ়ে এরকমই একটি বেলুনের মতো বস্তুকে দেখে সন্দেহ হওয়ায়, তাকে গুলি করে নামায় বায়ুসেনা। তাতে ক্ষতিকর কিছু ছিল না বলে জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক। তার ঠিক পরদিনই ফের একই রকম বেলুন দিল্লির আকাশে উড়তে দেখা যাওয়ায় সন্ত্রস্ত বিভিন্ন মহল।
রাজস্থানের আকাশে যেভাবে রহস্যজনকভাবে একটি বেলুনটি উড়ে এসেছিল, তা নিয়ে সারা দেশেই নিরাপত্তা সংশয় দেখা গিয়েছে। কেননা, ওই বেলুনটি পাকিস্তানের দিক থেকে এসেছে বলে প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন। তাই ওই ঘটনার পরদিনই দিল্লি বিমানবন্দরের আকাশের উপর এই বেলুনটি উড়তে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন দিল্লির পুলিশ কর্মকর্তারা।
২৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস