আন্তর্জাতিক ডেস্ক : পানির চেয়ে তেলের দাম কম। শুনে অবাক হচ্ছেন? কিন্তু বিস্ময়কর হলেও সত্য। বর্তমানে বাংলাদেশে যে দামে পানি কিনতে হচ্ছে, আন্তর্জাতিক বাজারে তার চেয়ে কম দামে বিক্রি হচ্ছে অপরিশোধিত জ্বালানি তেল।
বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল (১ ব্যারেল=১৫৯ লিটার) অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে ৩০ ডলারের কমে। এ হিসাবে বাংলাদেশি মুদ্রায় প্রতি লিটারের দাম পড়ে প্রায় ১৫ টাকা।
অথচ দেশে প্রতি লিটার বোতলজাত পানি বিক্রি হচ্ছে প্রায় ২০ টাকায়। অর্থাৎ বিশ্ব বাজারে পানির চেয়েও সস্তায় মিলছে অপরিশোধিত জ্বালানি তেল। ১২ বছরের মধ্যে এটি সর্বনিম্ন দামে লেনদেন।
বিশ্ববাজারে দাম পড়ে যাওয়ার পর দেশে জ্বালানি তেলের দাম কমানোর জোর দাবি উঠছে। ব্যবসায়ী নেতারা এ দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন। অর্থনীতিবিদরাও দাম কমানোর সুপারিশ করছে।
২০১৩ সালে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৯৭ ডলার হলে সে সময় দেশে এর দাম বাড়ানো হয়। এখন তা ৩০ ডলারে নেমে এলেও দেশে দাম কমানোর উদ্যোগ নেই।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, বাজারে এখন প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৬৮ টাকা, কেরোসিন ৬৮, অকটেন ৯৯ ও পেট্রল ৯৬ টাকায়।
বিপিসির চেয়ারম্যান এ এম বদরুদ্দোজা জানিয়েছেন, বর্তমানে প্রতি লিটার অকটেনে ৪০ টাকা, পেট্রলে ৩৫ টাকা, ডিজেল ও কেরোসিনে ২০ টাকা ও ফার্নেস তেলে ১৫ টাকা মুনাফা হচ্ছে। অবশ্য বেসরকারি হিসাবে মুনাফার পরিমাণ আরো বেশি।
২৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস