রবিবার, ০৯ এপ্রিল, ২০২৩, ১২:১০:২৯

অভিনব উপায়ে চুরি, নিয়ে গেল ৪ কোটি টাকার আইফোন!

অভিনব উপায়ে চুরি, নিয়ে গেল ৪ কোটি টাকার আইফোন!

আন্তর্জাতিক ডেস্ক: কফি শপের টয়লেটের সাথেই অ্যাপল স্টোর। সেই টয়লেটের দেয়াল ভেঙে অ্যাপেল স্টোরের ভেতরে প্রবেশ করে চোর। কফি শপ থেকে কিছু চুরি না করলেও তারা অ্যাপল স্টোর থেকে বিভিন্ন মডেলের ৪ কোটি টাকার আইফোন নিয়ে গেছে।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি শপিং মলে এ ঘটনা ঘটে। গভীর রাতে চোরের দল এই কাজ করেছে। এদিকে স্টোরের সামনে তালা বা দরজা ভাঙার মত অস্বাভাবিক কিছু না দেখতে পাওয়ায় প্রথমে এই চুরির ঘটনা জানাজানি হয়নি। পরে দোকান খোলার পর কর্মীরা বিষয়টি দেখে পুলিশে খবর দেয়।

এদিকে পাশের ক্যাফের টয়লেটের দেয়াল কেটে চুরি করার এই উপায় দেখে পুলিশও অবাক। চোরের দলের খোঁজে সন্ধান চলছে। শপিং মলের বিভিন্ন সিসিটিভি ফুটেজও দেখা হচ্ছে। এরই মধ্যে অভিনব উপায়ে চুরির এমন ঘটনা নিয়ে চারদিকে হইচই পড়েছে। তবে এ নিয়ে এখনো কোন বক্তব্য দেয়নি অ্যাপল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে