আন্তর্জাতিক ডেস্ক : অফিসারদের বিরুদ্ধে ক্ষেপেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক দফতরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ অভিযোগ তোলায় ক্ষুব্ধ হয়েছেন তিনি। কেন্দ্রীয় সরকারের কাছে আসা অভিযোগের ভিতিতে অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নিতে চলেছেন প্রধানমন্ত্রী।
আবগারি ও শুল্ক থেকে শুরু করে কৃষি, একাধিক দফতরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের তোলা সেই সব অভিযোগ পৌঁছেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কানেও। এবার সেই সব অফিসারদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন তিনি।
বুধবার রাতে মন্ত্রিসভার বৈঠক করেন প্রধানমন্ত্রী। তার আগে কেন্দ্রীয় সরকারের সচিব পর্যাসের অফিসারদের সঙ্গে বৈঠক ছিল তাঁর। রাজ্যের মুখ্যসচিবরাও বৈঠকে ছিলেন। এই বৈঠকেই প্রধানমন্ত্রী অফিসারদের বিরুদ্ধে সাধারণ মানুষের করা একাধিক অভিযোগ তুলে ধরেন। বিশেষ করে আবগারি ও শুল্ক দফতরের অফিসারদের বিরুদ্ধে অভিযোগ এসেছে বিস্তর। এই সব অফিসারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী
২৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস