বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ০১:৪৯:৪০

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক : আচমকাই মুখোমুখো চলে আসায় ধাক্কা লাগল দু’টি মালগাড়ির। রেল লাইনের উপর উলটে পড়তেই আগুন ধরে গেল ইঞ্জিনে। মধ্য প্রদেশের সিংপুরের দুর্ঘটনায় ছড়াল আতঙ্ক।

মধ্য প্রদেশের সিংপুর রেলস্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। বিলাসপুর-কাটনি রেলপথে মুখোমুখি সংঘর্ষ দু’টি মালগাড়ির। সংঘর্ষের জেরে দু’টি ট্রেনের ইঞ্জিনেই আগুন ধরে যায়।

রেল সূত্রে খবর, দুর্ঘটনার জেরে রেললাইনের উপর উলটে পড়ে মালগাড়ির ইঞ্জিন-সহ একাধিক কামরা। ঘটনায় গুরুতর আহত হন মালগাড়ির দুই চালক। এছাড়াও আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিন দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠান হয়। উল্টে যাওয়া কামরার মধ্যে দুই রেলকর্মী আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধার করার চেষ্টা হচ্ছে।

অন্যদিকে দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে রেল। দু’টি মালগাড়ি একই লাইনে কী ভাবে চলে এল? ঘটনার নেপথ্যে রয়েছে কোনও অন্তর্ঘাত? খতিয়ে দেখছে রেল।

অন্যদিকে চলতি মাসেই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে কেরালা। ২৫ এপ্রিল এই সেমি হাইস্পিড ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে ১৫ তম বন্দে ভারত এক্সপ্রেস চালু করতে চলেছে কেন্দ্র।

কেরালার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস কতদূর পর্যন্ত যাবে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অবশ্য জানিয়েছেন, কাসারগোড পর্যন্ত যাবে এই সেমি হাই স্পিড ট্রেন। প্রথম অবশ্য তিরুঅনন্তপুরম থেকে কুন্নুরের মধ্যে এই ট্রেন চালাবো হবে বলে ঠিক করা হয়েছিল।

উল্লেখ্য, বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের পাশাপাশি কেরালার রেল লাইনের উন্নতির করার সিদ্ধান্ত নিয়েছে রেল। দু’দফায় দক্ষিণী এই রাজ্যের রেল লাইনের উন্নতি করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

রেলমন্ত্রীর কথায়, “প্রথম দফায় কাসারগোড থেকে তিরুঅনন্তপুরম পর্যন্ত রেল লাইন বদলে ফেলা হবে। এর জন্য ৩৮১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই কাজ হয়ে গেলে এই ট্র্যাক দিয়ে ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে যেতে পারবে ট্রেন।”

সূত্রের খবর, দ্বিতীয় দফায় রেল লাইনের বাঁক থেকে শুরু করে অন্যান্য বেশ কিছু অংশকে আরও উন্নত করা হবে। এই কাজ শেষ হতে প্রায় সাড়ে তিন বছর লেগে যেতে পারে বলে অনুমান রেলের। কাজ শেষ হলে ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে ওই ট্র্যাক দিয়ে ট্রেন ছুটতে পারবে বলে দাবি করেছে রেল।

বর্তমানে ঘণ্টায় ৮০ কিলোমিটারের সামান্য বেশি বেগে বন্দে ভারত এক্সপ্রেসগুলি যাতায়াত করে। কোনও কোনও জায়গায় রেল লাইনের কারণে এই গতিবেগ কমে দাঁড়ায় ঘণ্টায় ৭০-৭৬ কিলোমিটার। “আমাদের লক্ষ্যে ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে ছুটুক বন্দে ভারত এক্সপ্রেস। সেই কারণেই রেললাইনগুলি ধীরে ধীরে বদলে ফেলা হচ্ছে।” জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সূত্র: এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে