আন্তর্জাতিক ডেস্ক : কতভাবেই মানুষের মৃত্যু হয়। ইয়েমেনের রাজধানী সানায় ত্রাণ নিতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গত বুধবার (১৯ এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে। বুধবার মধ্য রাতে ইয়েমেনের রাজধানী সানায় আর্থিক সহায়তা দেওয়র এক অনুষ্ঠানে আতঙ্কিত হয়ে মানুষের ভিড়ে ৭৮ জনের মৃত্যু হয়।
এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। আহতরা প্রায় সবাই বৃদ্ধ ও অসহায় ব্যক্তি।