আন্তর্জাতিক ডেস্ক : জনপ্রিয় ছবি 'টাইটানিক'-এর একটি দৃশ্যে দেখা গিয়েছিল, জাহাজ ডুবে যাচ্ছে৷ অথচ নিজেদের বাদ্য বাজিয়ে চলেছেন মিউজিশিয়নরা৷ সঙ্গীতের মধ্যে দিয়েই জীবনের শেষ মুহূর্তকে বরণ করে নিতে চেয়েছিলেন তারা৷ অনেকটা তেমনই ছবি ধরা পড়ল বাস্তবের আঙিনায়৷
মস্তিষ্কে অস্ত্রোপচারের সময় 'সজ্ঞানে' গিটার বাজালেন এক চীনা মিউজিশিয়ন৷ জীবনে গান ও মিউজিককে বাঁচিয়ে রাখতেই এই পদক্ষেপ৷ দক্ষিণ চীনের শেনজেংয়ের এক স্নায়ুরোগ বিশেষজ্ঞ জানান, অস্ত্রোপচারের সুবিধার জন্যই সেই কঠিন মুহূর্তেও গিটার বাজাতে চেয়েছেন তিনি। অার তাই আমরাও তাকে নিষেধ করিনি।
চীনা একটি সংবাদমাধ্যমের দাবি, ওই মিউজিশনের নাম লি জাওং৷ ৯০-এর দশকে স্নায়ুরোগের কারণে গিটার বাজানো ও গান লেখার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন তিনি৷ অস্ত্রোপচার করে জাওংয়ের মস্তিষ্কে একটি ব্যাটারি-চালিত মেডিক্যাল তার বা ইলেকট্রড বসিয়ে দেওয়া হয়৷ যা সক্ষম ছিল গত দশ বছর৷ এর ফলেই ফের গিটার হাতে তুলে নিতে পেরেছিলেন তিনি৷
সোমবার অস্ত্রোপচারের মাধ্যমে নতুন করে ইলেকট্রড বসানো হল তার মস্তিষ্কে৷ চিকিৎসকরা জানান, অস্ত্রোপচারের সময় জাওংয়ে সজ্ঞানেই ছিলেন তিনি। তার আঙুল ও পেশী সঠিকভাবে কাজ করছে কি না, তা জানার জন্যই অস্ত্রোপচার চলাকালীন গিটার বাজাতে দেয়া হয় তাকে৷ সঙ্গীতপ্রেমী জাওং এখন ভাল আছেন বলেই জানা যায়৷ একেই বোধহয় বলে সত্যিকারের ভালবাসা৷
২৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই