শনিবার, ২২ এপ্রিল, ২০২৩, ০৬:১৩:০৫

গুগল থেকে কত টাকা বেতন পান সুন্দর পিচাই? জেনে নিন!

গুগল থেকে কত টাকা বেতন পান সুন্দর পিচাই? জেনে নিন!

আন্তর্জাতিক ডেস্ক: সুন্দর পিচাইকে গুগল প্রায় ২২০৬ কোটি টাকা স্যালারি দিয়েছে। যা সামনে আসার পর চোখ কপালে উঠেছে। গুগল কত টাকা বেতন পান আলফাবেট এর সিইও সুন্দর পিচাই? এ নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। 

গুগলের প্যারেন্ট কোম্পানি আলফাবেট আইএনসি নিজেরাই এই তথ্য সামনে এনে দিয়েছে। কোম্পানি, আমেরিকার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এসইসি (SEC)-কে এই তথ্য দিয়েছে। সুন্দর পিচাইয়ের পে প্যাকেজে স্টক অ্যাওয়ার্ডও রয়েছে। 

এসইসি ফাইলিং এর অনুযায়ী সুন্দর পিচাইকে পে করা অ্যামাউন্ট অনেক বেশি। কারণ স্টক অ্যাওয়ার্ড তিন বছর পর্যন্ত পাওয়া গিয়েছে। কোম্পানি ২১.৮ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২০৬ কোটি টাকা বেতন দিয়েছে।

গত বছর এর আগে পিচাইকে ৬৩ লাখ ডলার দেওয়া হয়েছিল। যদি ওই সময়ে তার স্টক অ্যাওয়ার্ড ছিল না। তার আগে কত টাকা স্যালারি ছিল? যদিও এর আগে তার স্যালারি গত তিন বছর পর্যন্ত একই ছিল। তাকে প্রত্যেক বছর ২০ লাখ ডলার দেওয়া হত।

পিচাইয়ের প্যাকেজের কাছাকাছি কোনও অন্য অ্যালফাবেট কর্মচারীদের বেতন নেই। তাদের তুলনায় অনেক বেশি বেতন পান পিচাই। ২০২২ এ কোম্পানির চিফ বিজনেস অফিসার ফিলিপ সেন্টলার ৩.৭ কোটি ডলার পেয়েছেন।

সেখানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রভাকর রাঘবনকে কোম্পানি ৩.৭ কোটি ডলার দিয়েছিল। যেখানে চিফ ফিনান্সিয়াল অফিসার ২.৪৫ কোটি টাকা ডলার পেয়েছেন। এই বেতনের বিষয়টি আরও চোখ কপালে তুলেছে, কারণ এর মধ্যে গুগলে অনেকের চাকরি চলে গিয়েছে। 

এসএসসি ফাইলিং এর অনুযায়ী এ সমস্ত লোকেরা স্টক অ্যাওয়ার্ড প্রত্যেক বছর দেওয়া হয়। যদিও গুগলের ১২ হাজার লোক ছাঁটাই হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে