আন্তর্জাতিক ডেস্ক: শাড়ি এবং গয়না কতখানি আদরের জিনিস, তা মহিলা মাত্রই জানেন। আর পছন্দের শাড়িটি যদি পাওয়া যায় বড়সড় ছাড়ে? এ সুযোগ কি হাতছাড়া করা যায়? সবার আগে যেতে হবে, তুলে নিতে হবে সেরাটা।
যদি স্টক শেষ হয়ে যায়? তাতেই বাঁধল তুমুল ক্যাচাল। বেঙ্গালুরুর সেলের বাজারে ডিসকাউন্টের একটি শাড়ির দখল নিয়ে যু'দ্ধংদে’হি মেজাজে দেখা গেল দুই মহিলাকে। চুলোচুলি, কিল, চড়, ঘুষি… সবই চলল শাড়ি কবজা করার তাগিদে। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
অনেকেই দুই মহিলার আচরণের নিন্দা করেছেন। কেউ কেউ মজার মন্তব্যে ভরিয়ে দিয়েছেন কমেন্টবক্স। বেঙ্গালুরুর মালেশ্বরমে একটি দোকানে চলছিল বর্ষ শুরুর সেল। সেখানেই ক্রেতাদের জন্য ছিল মোটা টাকা ছাড়ে মাইসুরু সিল্ক শাড়ি। খবর পেয়ে ভিড় করেছিলেন প্রচুর মহিলা।
গোলমাল বাঁধে একটি শাড়ি দু’জন মহিলার পছন্দ হওয়ায়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ওই শাড়ি নিয়ে টানাটানি করছেন তারা। সঙ্গে চলছে বচসা। মুহূর্তে সেই দ্বন্দ্ব বি'ধ্বং'সী আকার ধারণ করে। চুলোচুলি বেঁধে যায় দু’জনের মধ্যে। চলতে থাকে এলোপাথাড়ি কিল, চড়, ঘুষি।
আরও আশ্চর্যের হল দুই মহিলা যখন মা'রামা'রি করছেন, তখন উপস্থিত অন্য মহিলারা তা থামাতে যাননি। বরং নিজের শাড়িটির দখল পেতে মরিয়া ছিলেন তারা। দোকানের এক নিরাপত্তারক্ষী 'যুদ্ধ' থামানোর ব্যর্থ চেষ্টা করেন। পরে অন্যরা এগিয়ে আসেন। শেষ পর্যন্ত শান্তি ফেরে।
এই ভিডিও ভাইরাল হয়েছে টুইটারে। এক লক্ষেরও বেশি ভিউ হয়েছে। এক নেটিজেনের কটাক্ষ করেছেন, “ওই মহিলাদের আচরণ আমার পছন্দ হয়েছে, দুই মহিলার মা'রপিটের ভিতরেও নির্দ্বিধায় কেনাকাটা চালিয়ে গেছেন।”
এক ব্যক্তির মন্তব্য, “শাড়ি কেবল পোশাক নয়, তা এক আবেগের বিষয়।” আরেক জনের বক্তব্য, “এদেশে জমি, টাকা আর শাড়ি নিয়ে সংঘর্ষ জড়াতে পিছপা হয় না জনতা।” ভিডিওটি দেখুন...