বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ০৫:৫২:৪০

স্বামী বিদেশে থাকায় পরকীয়ায় জড়ায় স্ত্রী, পরিণতি হল নির্মম!

স্বামী বিদেশে থাকায় পরকীয়ায় জড়ায় স্ত্রী, পরিণতি হল নির্মম!

আন্তর্জাতিক ডেস্ক: গলায় ফাঁ'স দেওয়া অবস্থায় গৃহবধূর দেহ উ'দ্ধার। বিবাহিত বহির্ভূত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় খু'ন বলে দাবি পরিবারের। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বনগাঁর হেলেঞ্চার মেয়ে সান্ত্বনা দত্তর ফুলিয়ায় বিয়ে হয়েছিল। 

তার স্বামী বর্তমানে বিদেশে কর্মরত। এদিকে শ্বশুরবাড়ির সঙ্গে ঝামেলার কারণে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কলমবাগানে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন সান্ত্বনা প্রামাণিক ও তার মেয়ে। 

সান্ত্বনার বাবা লক্ষ্মণ শীল জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকে মেয়েকে ফোনে না পেয়ে সন্ধ্যার সময় স্ত্রী সান্ত্বনার মেয়েকে নিয়ে কলমবাগানের ঘরে গিয়ে দেখে গলায় ফাঁ'স লাগানো অবস্থায় খাটের উপরে পড়ে রয়েছেন সান্ত্বনা। 

পরবর্তীতে বনগাঁ থানায় খবর দিলে বনগাঁ থানার পুলিশ এসে সান্ত্বনার দেহ উদ্ধার করে। তার দাবি, বেশ কিছুদিন আগে বাগদার বাসিন্দা অনন্ত সাহার নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সান্ত্বনা। সম্প্রতি মেয়ে সেই সম্পর্ক থেকে বেড়িয়ে আসতে চাইছিল। সেই কারণেই সান্ত্বনাকে গলায় ফাঁ'স দিয়ে খু'ন করেছে অনন্ত। 

অনন্তর যাতে দৃষ্টান্তমূলক শা'স্তি হয় সেই আবেদন জানিয়েছেন লক্ষ্মণ। এই বিষয়ে সান্ত্বনার ভাই মিঠুন শীলও দাবি করেছেন, বোনের সঙ্গে সম্পর্ক ছিল অনন্তর। সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার কারণেই এই ঘটনা ঘটিয়েছে অনন্ত। বোনের মোবাইল, সোনা ও নগদও উধাও হয়ে গিয়েছে। সূত্র: জি ২৪ ঘন্টা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে