বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ০৬:৩৯:৫৮

শিক্ষার্থীদের জিম্মি করে স্কুলে অস্ত্রধারীর হানা : অতঃপর...

 শিক্ষার্থীদের জিম্মি করে স্কুলে অস্ত্রধারীর হানা : অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবাংলায় অস্ত্রধারী এক যুবক ছোট শিক্ষার্থীদের পাঠদান চলাকালে আচমকা শ্রেণিকক্ষে ঢুকে পড়ে । পিঠে কালো ব্যাগ, এক হাতে পিস্তল, অন্য হাতে পেট্রলবোমা। ট্রাউজারের নিচে লুকানো ছিল চাকুও। শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটে পশ্চিমবঙ্গে মালদা জেলার কালিয়াচকে। 

গতকাল বুধবার (২৬ এপ্রিল) কালিয়াচক মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। এদিন মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে সপ্তম শ্রেণির পাঠদান চলাকালে আচমকা বছর চল্লিশের এক যুবক শ্রেণিকক্ষে ঢুকে পড়েন। এক হাতে পিস্তল, অন্য হাতে পেট্রলবোমা ও ট্রাউজারের নিচে রাখা চাকু। 

তাকে দেখে ভয়ে চিৎকার করতে থাকে শিশুরা। ওই ব্যক্তি শিক্ষক ও শিক্ষার্থীদের ভয় দেখাতে থাকেন। হুমকি দেন পেট্রলবোমা ছোড়ার। এ সময় শিক্ষার্থীদের জিম্মির চেষ্টা করেন ওই যুবক।

এরই মধ্যে খবর দেওয়া হয় কালিয়াচক থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। গোটা স্কুল চত্বর ঘিরে ফেলা হয়। এরপর নানা ধরনের ব্যক্তিগত সমস্যার কথা বলতে শুরু করেন ওই ব্যক্তি। পুলিশ তাকে শান্ত করার চেষ্টা চালিয়ে যায়। 

এর মধ্যেই আচমকা অস্ত্রধারী যুবকের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে জাপটে ধরেন এক পুলিশ সদস্য। পেছন পেছন ছোটেন বাকিরাও। শেষপর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আটক করা হয় অস্ত্রধারীকে। শিক্ষার্থীদেরও নিরাপদে বের করে নেওয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে