 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মহাসচিব বান কি মুন আবারো ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। ফিলিস্তিনি সমস্যার সমাধান করতে না পারায় তিনি এ সমালোচনা করেন। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
গতকাল (বুধবার) জাতিসংঘের ‘ফিলিস্তিনি অধিকার’ বিষয়ক কমিটিতে দেয়া বক্তৃতায় বান কি মুন বলেন, দখলদারিত্বের ৫০ বছর পর এবং অসলো চুক্তি সই হওয়ার দু’যুগ পরও সমস্যার সমাধান না হওয়ায় ফিলিস্তিনিরা বিশেষ করে ফিলিস্তিনি তরুণরা এখন হতাশ হয়ে পড়ছেন। তিনি বলেন, ফিলিস্তিনি তরুণরা ইসরাইলের দখলদারিত্ব ও দমনমূলক নীতিতে দিন দিন ক্ষুব্ধ হয়ে উঠছে।
এর আগে মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব অধিকৃত ভূখণ্ডে ইহুদি বসতিনির্মাণ কর্মসূচি বাড়ানোর কারণে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে কঠোর সমালোচনা ও উদ্বেগ প্রকাশ করেন। তার একদিন পর আবার সমালোচনা করে নতুন বক্তব্য দিলেন। ১৯৯০ সালের দিকে নরওয়ের রাজধানী অসলোতে ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও এবং ইসরাইলের মধ্যে কথিত শান্তি চুক্তি হয়। আমেরিকার মধ্যস্থতা ও চাপে দু পক্ষ এ চুক্তি করেছিল। কিন্তু আজ পর্যন্ত স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হয় নি।
২৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই