শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ০৪:৪৯:৩২

'দক্ষিণ কোরিয়া নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনছে'

'দক্ষিণ কোরিয়া নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনছে'

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়া নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনছে বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। আমেরিকার সঙ্গে সামরিক চুক্তি প্রসঙ্গে এমনই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ শনিবার খবর দিয়েছে। ইয়ো জংয়ের মন্তব্যকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি বলেছে, আমেরিকার সঙ্গে সামরিক চুক্তির মাসুল দিতে হবে দক্ষিণ কোরিয়াকে। নিরাপত্তা মজবুত করার যে প্রক্রিয়া চালাচ্ছে দুই দেশ, তাতে পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে।

দক্ষিণ কোরিয়াকে সামরিক দিক থেকে দীর্ঘ দিন ধরেই সহযোগিতা করে আসছে আমেরিকা। আর এটাই উত্তর কোরিয়ার কাছে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই নিজেদের শক্তি প্রদর্শনে মাঝেমধ্যেই স্বল্প পাল্লার, দূর পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছেন কিম জং উন। 

এবার আরও এক ধাপ এগিয়ে কিমের বোন হুশিয়ারি দিলেন যে, এই ধরনের সামরিক চুক্তি করে আখেরে নিজেদের সুবিধা নয়, সর্বনাশই ডেকে আনছে দক্ষিণ কোরিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে