মঙ্গলবার, ০২ মে, ২০২৩, ০৫:৪০:১৪

বঙ্গোপসাগরের বুক চিড়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'মোখা'

বঙ্গোপসাগরের বুক চিড়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'মোখা'

আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণিঝড়। আজ ভারতের আবহাওয়া দপ্তরের তরফে একটি টুইট করে জানানো হয়, আগামী ৬ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে।

টুইট করে জানানো হয়, আগামী ৬ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার দু'দিন পর এটি একটি নিম্নচাপে পরিণত হবে। সেই সিস্টেমটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, তা অবশ্য এখনও জানানো হয়নি আইএমডির তরফে। 

সিস্টেমটি নিম্নচাপে পরিণত হলে তখন এই বিষয়ে আরও বিশদে জানা যাবে। এদিকে দু'দিন আগে হিন্দুস্তান টাইমস প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শেষ পর্যন্ত যদি ঘূর্ণিঝড় মোখা জন্ম নেয়, তবে তা উপকূলের দিকে ধেয়ে আসতে পারে।

সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের সঙ্গে ঘূর্ণিঝড় আমফানের পূর্বাভাসের একাধিক সূত্র মিলে যাচ্ছে বলেও দাবি করা হয়েছিল সেই প্রতিবেদনে। এদিকে ঘূর্ণিঝড় মোখা আসুক না আসুক, তার আগে এই সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে জেলায় জেলায়। সূত্র: হিন্দুস্তান টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে