আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে গত কিছুদিন ধরে এমনিতেই পেনসন সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভ হয়ে আসছিল। শ্রমদিবসে এ বিক্ষোভ আরো সহিংস হয়ে ওঠে। অন্তত ৩শ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শতাধিক পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। আরটি
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানান ১০৮ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বিক্ষোভকারীরা ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এধরনের সহিংসতা ফ্রান্সে অত্যন্ত বিরল। শুধুমাত্র প্যারিসেই ২৫ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এদের মধ্যে একজনের মুখ ও হাত ম'লট'ভ ককটেলের আঘাতে গুরুতরভাবে পুড়ে গেছে।
ডারমানিন জানান, সারা ফ্রান্সে বিক্ষোভে অংশ নেওয়া মোট লোকের সংখ্যা ছিল ৭ লাখ ৮২ হাজার। তবে ট্রেড ইউনিয়নগুলো বলছে বিক্ষোভে অন্তত ২৩ লাখ মানুষ অংশ নিয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ফুটেজ অনুযায়ী অনেক বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও কিছু জায়গায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সহিংস সংঘর্ষ ঘটে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য পে'ট্রোল বো'মা নিক্ষেপ করে, বিনিময়ে পুলিশ জলকামান এবং টিয়ার গ্যাস ব্যবহার করে প্রতিক্রিয়া জানায়।
ফ্রান্স সরকার বিক্ষোভে এধরনের সহিংসতার নিন্দা করেছে। দেশটির প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন বলেছেন শ্রম দিবস ‘দায়িত্বশীল সংহতি এবং প্রতিশ্রুতির একটি মুহূর্ত’ হলেও বিক্ষোভের নামে মিছিলের পাশে সহিংসতার এধরনের দৃশ্যগুলি অগ্রহণযোগ্য।