সোমবার, ০৮ মে, ২০২৩, ০২:২৫:২২

পেরুতে স্বর্ণের খনিতে আগুন, নিহত ২৭

পেরুতে স্বর্ণের খনিতে আগুন, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক : পেরুতে স্বর্ণ খনিতে আগুন লাগার ঘটনায় অন্তত ২৭ শ্রমিক নিহত হয়েছেন। দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় উদ্ধারকর্মীরা।

আর কেউ বেঁচে নেই বলেই ধারণা করছে উদ্ধারকারী দল। তারা আরও জানিয়েছে, আরেকুইপা অঞ্চলের ‘লা এসপেরানজা’ নামের ওই স্বর্ণ খনির ভেতর বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

ধারণা করা হচ্ছে অগিকাণ্ডের সময় খনি শ্রমিকরা প্রায় ৮০ থেকে ১০০ মিটার গভীরে কাজ করছিলেন।এখনো কয়েকজন শ্রমিক নিখোঁজ আছে বলে জানা গেছে। তাদের খোঁজে স্বজনরা ওই খনির চারপাশে ভিড় করেছেন। সূত্র: বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে