সোমবার, ০৮ মে, ২০২৩, ১০:৪৮:০৯

মুরগিকে রং মাখিয়ে টিয়া পাখি বলে অনলাইনে বিক্রির চেষ্টা!

মুরগিকে রং মাখিয়ে টিয়া পাখি বলে অনলাইনে বিক্রির চেষ্টা!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের করাচি শহরে একটি মুরগিকে সবুজ রং মাখিয়ে টিয়া পাখি বলে অনলাইনে বিক্রির চেষ্টা করেছেন এক ব্যক্তি। একটি অনলাইন শপে মুরগিটির দাম ধরা হয়েছে ৬৫০০ পাকিস্তানি রুপি।

শনিবার (৬ মে) স্টার্টাপ পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়, অনলাইন মার্কেটপ্লেস ওএলএক্সে একটি সবুজ রঙের মুরগিকে টিয়া হিসেবে বিক্রি করতে গিয়ে পাকিস্তানের করাচিতে ধরা পড়েছেন ওই ব্যক্তি।

ওএলএক্সে বিক্রেতা একটি বিজ্ঞাপন পোস্ট করে লেখেন, টিয়া পাখিটি বিক্রির জন্য। কথা বলে না তবে সকালে মুরগির মতো শব্দ করে ডাকে। আমি জানি না এটা সে কেন করে। শুধুমাত্র আগ্রহীরাই আমার সঙ্গে ইনবক্সে যোগাযোগ করুন। ওই ব্যক্তি দাবি করেন- এটি টিয়া পাখি, শব্দও করে টিয়া পাখির মতোই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে