মঙ্গলবার, ০৯ মে, ২০২৩, ০৫:২৩:৪৬

ইমরান খানের গ্রেফতার নিয়ে চটেছেন প্রধান বিচারপতি, দিলেন হুঁশিয়ারি

ইমরান খানের গ্রেফতার নিয়ে চটেছেন প্রধান বিচারপতি, দিলেন হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ করেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী রেঞ্জার্স। মামলার শুনানিতে অংশ নিতে ইসলামাবাদ হাইকোর্টে যাচ্ছিলেন ইমরান। আদালতের বাইরে থেকেই তাকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক বেজায় চটেছেন। তিনি ইসলামাবাদের পুলিশ প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে ১৫ মিনিটের মধ্যে আদালতে হাজির হতে বলেছেন। 

প্রধান বিচারপতি আমের সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইসলামাবাদের পুলিশ প্রধান আদালতে হাজির না হন তবে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তলব করবেন। 
ওই বিচারপতি বলেছেন, ‘আদালতে আসুন এবং বলুন কেন ইমরান খানকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে।’

তবে এ বিষয়ে ক্ষমতাসীন সরকার ও ইসলাবাদ প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। সূত্র: ডন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে