শুক্রবার, ১২ মে, ২০২৩, ০২:০৮:১৭

আমাকে লাঠি দিয়ে মারধর করা হয়েছিল: ইমরান খান

আমাকে লাঠি দিয়ে মারধর করা হয়েছিল: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : ইমরান খানের গ্রেফতারের দুদিন পর বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিমকোর্ট এই পদক্ষেপকে অবৈধ বলে ঘোষণা করে। ইসলামাবাদে হাইকোর্টের বাইরে থেকে ইমরানকে আটক করার জেরে সারা দেশে সহিংস বিক্ষোভের জন্ম দেয়। 

পাকিস্তানি মিডিয়া রিপোর্টে বলা হয়, আদালতে খান বলেছিলেন যে, তাকে গ্রেফতার করার সময় লাঠি দিয়ে মারধর করা হয়েছিল এবং তাকে বেশ কিছু জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল; কিন্তু কেন তার কোনো ধারণা ছিল না। তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানাও দেখার দাবি জানান ইমরান।

প্রধান বিচারপতি খানকে সহিংস বিক্ষোভের নিন্দা করতে এবং তার সমর্থক ও দলীয় কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। পিটিআইপ্রধান তার সমর্থকদের শান্তিপূর্ণভাবে তাদের বিক্ষোভ চালিয়ে যেতে এবং কোনো সম্পত্তির ক্ষতি না করতে বলেছেন। খান মুক্তি পেলেও তাকে ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে হবে। সূত্র: খালিজ টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে