শুক্রবার, ১২ মে, ২০২৩, ০৪:৫৯:১৩

আমরা ইমরান খানকে আবারো গ্রেপ্তার করব : স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ইমরান খানকে আবারো গ্রেপ্তার করব : স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যদি জামিন পান তাহলে আমরা তাকে আবারো গ্রেপ্তার করা হবে। গত বৃহস্পতিবার পাকিস্তানের দুনিয়া টিভিকে এ কথা বলেন রানা সানাউল্লাহ। এএফপি এ তথ্য জানায়। দুনিয়া টিভি, জি নিউজ

রানা সানাউল্লাহ বলেন, ‘আমরা তাঁকে (ইমরান) আবার গ্রেপ্তার করব। শুক্রবার তিনি যদি হাইকোর্ট থেকে জামিন পান, তাহলে আমরা তা বাতিলের জন্য অপেক্ষা করব এবং তাকে আবার গ্রেপ্তার করব।’ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে গত মঙ্গলবার ইসলামাবাদের হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়।

আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সহায়তায় ইমরান খানকে গ্রেপ্তার করে দেশটির জাতীয় জবাবদিহি ব্যুরো—ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। পরদিন বুধবার জবাবদিহি আদালত (অ্যাকাউন্টেবিলিটি কোর্ট) এ মামলায় ইমরান খানকে আট দিনের রিমান্ড দেয়।

ইমরান খানকে গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে পিটিআই। এ আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে শুনানি হয়। আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের গ্রেপ্তার বেআইনি ঘোষণা করেন দেশটির সর্বোচ্চ আদালত। একই সঙ্গে তাকে  শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে