শুক্রবার, ১২ মে, ২০২৩, ০৮:১৫:৩৮

বাবার সঙ্গে কথা বলতে ১৮ মাস ধরে ফ্রিজে রেখেছেন তার মরদেহ

বাবার সঙ্গে কথা বলতে ১৮ মাস ধরে ফ্রিজে রেখেছেন তার মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক : ৮২ বছর বয়সী একজন ব্যক্তি তার বাবার মরদেহ ১৮ মাস ধরে ফ্রিজে রেখেছেন। নেদারল্যান্ডসের ল্যান্ডগ্রাফ শহরে ঘটনাটি ঘটেছে। ডাচ ব্যক্তিটি জানিয়ছেন, বাবার সঙ্গে কথা বলতে তিনি এ কাজ করেছেন। পারিবারিক চিকিৎসক ১০১ বছর বয়সী বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর পুলিশ মরদেহটি আবিষ্কার করে।

গণমাধ্যম ১লিমবুর্গ অনুসারে, ছেলে পুলিশকে বলেছেন, ‘আমি আমার বাবাকে হারাতে চাইনি। নাহলে আমি তাকে মিস করব।’

পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছে। তারা এই মুহুর্তে খারাপ কোনো কিছুর সন্দেহ করছে না। 

ল্যান্ডগ্রাফ পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘আমরা বর্তমানে এই ব্যক্তির মৃত্যু এবং কেন দেহাবশেষ একটি ফ্রিজে রাখা হয়েছিল তা তদন্ত করছি। তদন্তের স্বার্থে আমরা ভবনের বাসিন্দাদের মধ্যে সম্পর্কের বিষয়ে এখন কোনো বিবৃতি দিচ্ছি না।’

এদিকে ৮২ বছর বয়সী এই ব্যক্তিকে তার বাড়ি পরিষ্কার করার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে, যা বিশৃঙ্খল অবস্থায় পাওয়া গেছে। এরপর কর্মকর্তারা নির্ধারণ করবেন, তিনি স্বাধীনভাবে জীবনযাপন চালিয়ে যেতে পারবেন কি না।

গণমাধ্যমটি একজন প্রতিবেশীর উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছে, ১০১ বছর বয়সী বাবার একটি টিউমার ধরা পড়েছিল। চিকিৎসার জন্য তিনি নিয়মিত হাসপাতালে যেতেন।

প্রসঙ্গত, ২০১৫ সালেও একই রকমের একটি ঘটনা ঘটেছিল। ডাচ কর্তৃপক্ষ আবিষ্কার করেছিল, একজন ব্যক্তি পেনশন এবং সামাজিক সহায়তার অর্থ সংগ্রহ করতে গিয়ে প্রায় দুই বছর ধরে তার মৃত মায়ের দেহ লুকিয়ে রেখেছিলেন। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে ৪০ হাজার ইউরো পরিশোধ করতে হয়েছিল। সূত্র : এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে