রবিবার, ১৪ মে, ২০২৩, ১০:২৪:৩২

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, জরিপে যিনি এগিয়ে

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, জরিপে যিনি এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সময় রাত আটটায় শেষ হয় ভোট। এখন অপেক্ষা ফলাফলের। নিয়মানুযায়ী নির্বাচনের আনুষ্ঠানিক ফল পেতে তিন দিন সময় লাগবে। তবে প্রাথমিক ফলাফল স্থানীয় সময় রোববারের মধ্যেই জানা যাবে। খবর আলজাজিরার।এরদোগান ও কিরিচদারোগ্লুর কেউ-ই যদি ৫০ শতাংশের বেশি ভোট না পান তবে ২৮ মে দ্বিতীয় দফায় গড়াবে ভোট।  

এদিকে নির্বাচন পূর্ববর্তী জরিপ বলছে, এরদোগানের চেয়ে এগিয়ে আছেন কিরিচদারোগ্লু। সত্যিই যদি নির্বাচনে এরদোগানের পরাজয় ঘটে তবে নির্বাচন মেনে নিবেন কি-না এ নিয়েও সন্দেহ পোষণ করছেন অনেকে। তবে এরদোগান সাংবাদিকদের জানিয়েছেন, গণতান্ত্রিক পথেই এগোবেন তিনি। 

গত ফেব্রুয়ারিতে দেশটিতে আঘাত হানে ভয়াবহ ভূমিকম্প। এতে মারা যায় প্রায় ৫০ হাজার তুর্কি। ভূমিকম্পে এতো ক্ষয়ক্ষতি হওয়ার অন্যতম কারণ অবৈধ স্থাপনা নির্মাণে দুর্নীতি। কেউ কেউ বলছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় লোকজন এরদোগের বিপক্ষে ভোট দেবেন।

সম্প্রতি ব্যাপকহারে কমেছে তুর্কি মুদ্রা লিরার দর। মুদ্রাস্ফীতির করালগ্রাসে বিধ্বস্ত প্রায় অচলাবস্থা তৈরি হয়েছে দেশটির অর্থনীতিতে। এরদোগান মসনদে থাকা অবস্থায় এমন হওয়ার কারণে হতাশা প্রকাশ করেছেন তার অনেক সমর্থক। 

এদিকে প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে হাজির হয়েছে ৭৪ বছর বয়সি প্রতিদ্বন্দ্বী কিরিচদারোগ্লু। তুরস্কের অর্থনীতিকে চাঙা করার আশ্বাস তার। সেইসঙ্গে তুরস্কে গণতন্ত্র ফিরিয়ে আনা, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করাসহ বিভিন্ন পরিকল্পনা পেশ করেছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে