সোমবার, ১৫ মে, ২০২৩, ০৫:১৩:২৫

খুশিতে সমর্থকদের সঙ্গে তাল মিলিয়ে গান গাইলেন এরদোগান

খুশিতে সমর্থকদের সঙ্গে তাল মিলিয়ে গান গাইলেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে রিসেপ তাইয়েপ এরদোগান। এ নিয়ে তার সমর্থকদের আনন্দের শেষ নেই। রাজধানী আঙ্কারায় দলীয় সদর দপ্তরের সামনে স্থানীয় সময় রোববার রাত থেকেই ভিড় করেছেন হাজার হাজার সমর্থক। 

সেখানে সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। এ সময় সমর্থকরা খুশিতে গান গাইতে শুরু করলে এরদোগানও তাদের সঙ্গে তাল দিতে থাকেন।  

সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় এরদোগান বলেন, দেশীয় এবং বিদেশি ভোটের জন্য ভোট গণনা অব্যাহত রয়েছে। আমরা চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছি। 

তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ বলছে, এখন পর্যন্ত ৯৮.৬৭ শতাংশ ভোট গণনা হয়েছে। এতে এরদোগান পেয়েছেন ৪৯.৩৪ শতাংশ ভোট।তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারুগলু পেয়েছেন ৪৫ শতাংশ। আর আরেক প্রার্থী ওগান পেয়েছেন ৫.২২ শতাংশ ভোট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে