মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ০২:৫৪:৪৩

খাদিকুল গ্রামে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, রাস্তায় পড়ে ছিন্নভিন্ন দেহ, ঘটনাস্থলে পুলিশ-দমকল

খাদিকুল গ্রামে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, রাস্তায় পড়ে ছিন্নভিন্ন দেহ, ঘটনাস্থলে পুলিশ-দমকল

আন্তর্জাতিক ডেস্ক : এগারার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। এই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে পুলিশ।

এক নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকার খাদিকুল গ্রামে বাজি কারখানা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে কতজনের মৃত্য়ু, প্রশাসনের তরফে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি

এগরার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। সোমবার এগরা এক নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকার খাদিকুল গ্রামে বাজি কারখানা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে। এই বিস্ফোরণের ফলে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, এই বিস্ফোরণে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে প্রশাসনের তরফে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি। বাজি কারাখানার ভিতর ইতিউতি ছিন্ন বিচ্ছিন্ন দেহ পড়ে রয়েছে বলে জানা গিয়েছে।

বিস্ফোরণে আস্ত বাড়ি ছাড়খাড় হয়ে গিয়েছে। বাড়িতে থাকা ব্যক্তিদের দেহ বাইরে ছিটকে এসে রাস্তার উপর পড়ে রয়েছে বলেই জানা গিয়েছে। ভয়াবহ বিস্ফোরণের ফলে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। 

খবর পেয়ে পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়েছেন বলে জানা গিয়েছে। কীভাবে বিস্ফোরণ এবং কতজনের মৃত্যু, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে এগরা থানার পুলিশ। বাজি কারখানায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

একাধিক বাড়িতে এই বাজি কারখানা ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এই বাজি কারখানার কোনও অনুমোদন ছিল নাকি তা সম্পূর্ণ বেআইনি, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও স্থানীদের বক্তব্য, বেআইনিভাবে এখানে বাজি কারখানা চলছিল। বিস্ফোরণের ফলে গোটা এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানা গিয়েছে। এর আগেও পূর্ব মেদিনীপুরের পটাশপুরে এই ধরনের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে