মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ০৭:৪৫:৩১

এক মিনিটের কালবৈশাখীর তাণ্ডবেই প্রাণ গেল ৯ জনের

এক মিনিটের কালবৈশাখীর তাণ্ডবেই প্রাণ গেল ৯ জনের

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় কালবৈশাখীর তাণ্ডবে ৯ জন নিহত হয়েছেন। এছাড়া বহু মানুষ আহত হয়েছেন। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবারের এ ঝড়ে নিহতদের মধ্যে ১২ বছরের এক কিশোরী রয়েছে।  ঝড়ে কেউ বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে। অনেকের গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে। 

রোববার ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের সেন্টমার্টিন ও মিয়ানমারে আঘাতে হানলেও সেভাবে কোনো প্রভাব পড়েনি পশ্চিমবঙ্গের ওপর। তবে সোমবার হঠাৎ কালবৈশাখী এভাবে তাণ্ডব চালাবে তার আভাস আগে থেকে পাননি কলকাতাবাসী। 

আবহাওয়া দপ্তর সূত্রের বরাতে খবরে বলা হয়, সোমবার স্থানীয় সময় বিকাল ৫টা ৪১ মিনিটে সর্বোচ্চ ৮৪ কিমি বেগে কালবৈশাখী ঝড় বইতে থাকে। ৩ মিনিট স্থায়ী হয় এ ঝড়। সন্ধ্যা ৬টার সময় দমদম এলাকায় ৬২ কিমি বেগে ঝড় বইতে থাকে। এক মিনিট স্থায়ী হয়েছিল এ ঝড়। আর সেই ক্ষণিকের তাণ্ডবেই প্রাণ হারান ৯ জন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে