শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ০৭:২৫:৪৩

লন্ডন থেকে নিউইয়র্ক, সময় লাগবে মাত্র ১১ মিনিট!

লন্ডন থেকে নিউইয়র্ক, সময় লাগবে মাত্র ১১ মিনিট!

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডন থেকে নিউইয়র্ক যেতে সময় লাগবে ঠিক ঘড়ি ধরে ১১ মিনিট। অত্যাধুনিক প্রযুক্তির হাইপারসনিক জেট অ্যান্টিপড এই অসাধ্য সাধন করবে বলে দাবি কানাডার এয়ারক্র্যাফ্ট কোম্পানি বোম্বারডিয়ারের কর্ণধার চার্লস বোম্বারডিয়ারের। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

গত বছর আবিষ্কৃত আর এক অত্যাধুনিক জেট স্ক্রিমারের কনসেপ্টও ছিল বোম্বারডিয়ারের মস্তিষ্কপ্রসূত। চার ডানাওয়ালা স্কিমার জেটের ডিজাইন করে কানাডার ইঞ্জিনিয়ার দাবি করেন, ৭৫ আসন বিশিষ্ট্য এই জেট ছুটবে অন্তত ১০ মাক গতিবেগে। এক মাক গতিবেগের অর্থ গড়ে ঘণ্টায় ১১৯৫ কিলোমিটার। অর্থাত্‍‌ শব্দের গতিবেগের সমান।

আর এবার বোম্বারডিয়ারের প্রকাশ করা অ্যান্টিপড আবার ২৫ মাক গতিবেগে ছুটবে বলে দাবি। অর্থাত্‍‌ স্ক্রিমারের থেকে দ্বিগুণেরও বেশি গতিবেগে। অ্যান্টিপডের থিওরি প্রকাশের সময় বোম্বারডিয়ার দাবি করেছেন, ১০ জন যাত্রীকে নিয়ে এক ঘণ্টারও কম সময়ে ২০,০০০ কিলোমিটার যাত্রা করতে পারবে এই হাইপারসনিক জেট। এটি শিল্পপতি ও সেনাবাহিনীর জন্য একেবারে আদর্শ হবে বলে তার দাবি। কারণ কয়েক মিনিটেই পৃথিবীর যে কোনও প্রান্তে পৌঁছে দিতে পারবে অ্যান্টিপড। এর ডানায় রকেট বুস্টার জুড়েই এই অভূতপূর্ব গতিবেগ দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বোম্বারডিয়ার।

বোম্বারডিয়ারের অ্যান্টিপড কনসেপ্টের ছবিটি এঁকেছেন আবার এক ভারতীয়। দেশিয় ডিজাইন ল্যাব লুনাটিক কনসেপ্টের প্রতিষ্ঠাতা অভিষেক রায়। এর আগে সাবরকেট কার-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কনসেপ্টের ছবি এঁকেছেন অভিষেক।
২৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে