আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সুপার টাইফুন মাওয়ার তাইওয়ানের দিকে এগিয়ে যাচ্ছে। বাতাসের গতিবেগ উঠেছে ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার, দমকা হওয়াসহ ঝড়টির গতিবেগ উঠেছে ঘণ্টায় প্রায় ৩৪০ কিলোমিটার।
এ তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। এদিকে নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মাওয়ার’ যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপ অতিক্রম করার পর সুপার টাইফুনে পরিণত হয়েছে।
খবরে বলা হয়, ক্যাটাগরি ফোর টাইফুনটি ২৪ মে, বুধবার গুয়াম উপকূলে আঘাত হানে। এর ফলে পুরো দ্বীপে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। গাছপালা, বিদ্যুতের খুঁটি এবং মোবাইল টাওয়ার ভেঙে গেছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে ৫১ হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা। প্রায় ৩০ ফুট উঁচু জলোচ্ছ্বাস রেকর্ড করা হয়।
টাইফুন আঘাত হানার আগেই এক লাখ ৭০ হাজার বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এছাড়া সাময়িকভাবে বন্ধ রয়েছে বিমান চলাচল।