সোমবার, ২৯ মে, ২০২৩, ০২:২৭:১৬

এরদোয়ানকে যা বলে অভিনন্দন জানালেন পুতিন

এরদোয়ানকে যা বলে অভিনন্দন জানালেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠতা খবর পুরনো। ইউক্রেন সংঘাত প্রসঙ্গেও পুতিনের পাশেই থেকেছেন এরদোয়ান।

টানা তৃতীয়বারের মতো তুরস্কের মসনদে বসতে চলেছেন এরদোয়ান। মিত্রের এমন সফলতায় তাকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এক শুভেচ্ছা বার্তায় পুতিন বলেছেন, ‌‘তুরস্কের রাষ্ট্রপ্রধান হিসেবে আপনার স্বার্থহীন কর্মের ফল স্বরূপ প্রাকৃতিকভাবে আপনি ভোটে জিতেছেন। আপনার শক্তিশালী সার্বভৌম ও স্বাধীন পররাষ্ট্রনীতির প্রতি সমর্থনের প্রমাণ দিয়েছে জনগণ।’
পুতিন আরও বলেছেন, ‘আমরা বিভিন্ন সহযোগিতামূলক ক্ষেত্রে তুরস্ক ও রাশিয়ার সম্পর্ক উন্নয়নে আপনার ব্যক্তিগত উদ্যেগকে স্বাগত জানাই।’ সূত্র: আল জাজিরা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে