বুধবার, ৩১ মে, ২০২৩, ১০:৪১:৫৫

সেই উপগ্রহ গিয়ে পড়ল সাগরে!

সেই উপগ্রহ গিয়ে পড়ল সাগরে!

আন্তর্জাতিক ডেস্ক: সামরিক কাজের জন্য কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হল উত্তর কোরিয়া। বুধবার সকালে এই প্রচেষ্টা চালায় দেশটি। জানা গেছে, যে রকেটে করে ওই গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হচ্ছিল সেটির দ্বিতীয় ধাপে সমস্যা দেখা দেয়। এতে রকেট ধ্বংস হয়ে সাগরে পড়েছে। 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে। কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার তৈরি ‘চল্লিমা-১’ নামের একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ প্রচেষ্টা রকেটের ইঞ্জিন ও জ্বালানি সিস্টেমে সমস্যার কারণে ব্যর্থ হয়েছে।

এটি ছির উত্তর কোরিয়ার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের ষষ্ঠ প্রচেষ্টা। ২০১৬ সালে দেশটির প্রথমবার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রচেষ্টা চালায়। এতে সফল হলে এটাই হতো দেশটির প্রথম গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ।

জানা গেছে, এই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের জন্য ৩১ মে থেকে ১১ জুনের মধ্যে সময় নির্ধারণ করেছিল উত্তর কোরিয়া। দেশটির রকেট উৎক্ষেপণের পরপরই জাপান ও দক্ষিণ কোরিয়া তাদের বাসিন্দাদের সতর্ক করে। সূত্র: বিবিসি, সিএনএন, আল জাজিরা, রয়টার্স

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে