শুক্রবার, ০২ জুন, ২০২৩, ০৮:৫৩:০৯

বড়সড় ট্রেন দুর্ঘটনা, দ্রুত উদ্ধারকাজে স্থানীয় মানুষজন

বড়সড় ট্রেন দুর্ঘটনা, দ্রুত উদ্ধারকাজে স্থানীয় মানুষজন

আন্তর্জাতিক ডেস্ক : ফের ট্রেন দুর্ঘটনার সাক্ষী দেশ। ওড়িশার (Orissa) বালেশ্বরের কাছে মালগাড়িতে ধাক্কা দিয়ে লাইনচ্য়ুত আপ করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express) একাধিক বগি। শোনা যাচ্ছে,  প্যান্ট্রি কার ও স্লিপার কামরা লাইনচ্যুত (Derailed)হয়েছে। বহু যাত্রী আহত হয়েছেন বলে খবর। তবে স্থানীয় মানুষজন দ্রুত উদ্ধারকাজে নামায় পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া গিয়েছে। দুর্ঘটনা নিয়ে এখনও রেলের তরফে বিশেষ কিছু জানানো হয়নি। 

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল ৩টে ২০ নাগাদ হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস ছেড়েছিল শালিমার স্টেশন থেকে। বালেশ্বর থেকে ৪০ কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে একটি মালগাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা (Collision) খায় এক্সপ্রেস ট্রেনটি। 

পরবর্তী সময়ে জানা গিয়েছে, মোট ১৮ টি বগি লাইনচ্যুত হয়েছে। গোটা ট্রেনটি হেলে পড়েছে রেলট্র্যাকের উপর। কয়েকটি কামরা উঠে গিয়েছে মালগাড়ির উপর। বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর। দুর্ঘটনা সংক্রান্ত খবরাখবরের জন্য হাওড়ায় খোলা হয়েছে কন্ট্রোল রুম।

দুর্ঘটনার খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছয় রেলের উদ্ধারকারী দল। বালেশ্বরের কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে, ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে জরুরি সমস্ত ব্যবস্থা নিতে। 

তবে এই দুর্ঘটনা ফের রেলের নিরাপত্তা নিয়ে   প্রশ্ন উঠে গেল। কীভাবে একই ট্র্য়াকে মালগাড়ি ও  এক্সপ্রেস ট্রেন চলে এল, সেই প্রশ্ন উঠেছে। সিগন্যালিং বিভ্রাট নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে রেল।-সংবাদ প্রতিদিন 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে