শনিবার, ০৩ জুন, ২০২৩, ১০:৩২:২৭

তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিসেপ তাইয়্যেপ এরদোগান। শনিবার স্থানীয় সময় দুপুরে শপথ নেন এই বর্ষীয়ান নেতা।

শপথ অনুষ্ঠানে এরদোগান বলেছেন, আমি সংবিধান, আইনের শাসন, গণতন্ত্র ও আতাতুর্কের মূলনীতি মেনে চলব। এছাড়া ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের নীতিও মানবেন বলে জানান এরদোগান।

গত ২৮ মে তুরস্কের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত রানঅফ (দ্বিতীয় দফা) নির্বাচনে ৫২ দশমিক ১৮ শতাংশ ভোট পেয়ে তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন এরদোগান। দ্বিতীয় দফায় তার প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগ্লু ৪৭ দশমিক ৮২ শতাংশ ভোট পান।

এর আগে গত ১৪ মে প্রথম পর্বের ভোটে এগিয়ে থাকলেও নির্বাচিত হতে পারেননি এরদোগান। তুরস্কের নির্বাচনের নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টকে ৫০ শতাংশ সমর্থন পেতে হয়। সেই নির্বাচনে এরদোগান পেয়েছিলেন ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট। এতে অল্পের জন্য ঝুলে যায় তার ভাগ্য।

অন্যদিকে এই নির্বাচনে এরদোগানের প্রধান প্রতিপক্ষ কিলিচদারোগ্লু পেয়েছিলেন ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট। ফলে দেশটির নিয়ম অনুযায়ী দ্বিতীয় দফায় নির্বাচন হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে