মঙ্গলবার, ০৬ জুন, ২০২৩, ০১:০৭:২৯

শ্বশুরবাড়ি থেকে নববধূকে জোর করে তুলে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল!

শ্বশুরবাড়ি থেকে নববধূকে জোর করে তুলে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল!

আন্তর্জাতিক ডেস্ক: ভিন্নজাতের যুবককে বিয়ে করার ‘অপরাধে’ নববধূকে শ্বশুরবাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গেলেন তার বাপের বাড়ির স্বজনরা। সেই ঘটনারই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। শ্বশুরবাড়ি থেকে নববধূকে জোর করে তুলে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল!

ঘটনাটি ভারতের বিহারের অররিয়া জেলার ওয়াথানওয়ার শ্যামনগর গ্রামের। গত ৩০ মে যুবক ছোটু কুমারকে বিয়ে করেন রূপা কুমারী। দুইজনে ভিন্নজাতের। একটি মন্দিরে গিয়ে রেজিস্ট্রি করেই বিয়ে করেন তারা। 

ভিন্নজাতের যুবককে বিয়ে করেছে মেয়ে, এই বিষয়টি গ্রামে চাউর হতেই রূপার পরিবার গ্রামবাসীদের সমালোচনা এবং চাপের মুখে পড়ে। অন্য দিকে, ছোটু কুমারের পরিবারকেও এই বিয়ে প্রসঙ্গে নানা কটূক্তি শুনতে হয়েছে। 

ফলে দুই পরিবারের মধ্যে গোড়া থেকেই বিষয়টি নিয়ে টানাপড়েন শুরু হয়। ছোটু এবং রূপা বিয়ের পর বাড়িতে ফেরেন। কিন্তু ছোটুর পরিবার রূপাকে মেনে নিলেও, রূপার পরিবার এই বিয়ে মানতে পারেনি। ফলে একটা চাপা উত্তোজনা কাজ করছিল দুই পরিবারের মধ্যে। 

বিয়ের দুই দিনের মধ্যেই রূপার শ্বশুরবাড়িতে হাজির হন তার খুড়তুতো ভাইরা। অভিযোগ, রূপাকে ঘর থেকে জোর করে তুলে নিয়ে যান তারা। সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, রূপাকে পাঁজাকোলা করে তুলে বাইকে করে নিয়ে যাচ্ছেন। রূপা পরিত্রাহি চিৎকার করছেন। 

গ্রামবাসীরা সেই দৃশ্য দাঁড়িয়ে দেখছিলেন। কিন্তু কেউ এগিয়ে আসেননি। বিষয়টি নিয়ে গত শনিবার পঞ্চায়েতে আলোচনার ব্যবস্থাও করা হয়। কিন্তু সমস্যা সমাধানের বদলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রূপার শ্বশুরবাড়ির লোকেরা তার বাপের বাড়ির বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনেন।

শুধু তাই নয়, রূপাকে দিয়ে জোর করে কাগজে সই করিয়ে নেওয়ারও অভিযোগ তুলেছেন তারা। পুলিশের কাছেও অপহরণের অভিযোগ দায়ের করেন রূপার শ্বশুর। পাল্টা রূপার বাপের বাড়ির লোকেরাও ছোটুর বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেছেন। তুলে নিয়ে যাওয়ার ভিডিও...

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে