বুধবার, ০৭ জুন, ২০২৩, ০১:১৫:৫৪

বিয়ের আসরে বরকে দেখেই অদ্ভুত আচরণ করে বসলেন তরুণী!

বিয়ের আসরে বরকে দেখেই অদ্ভুত আচরণ করে বসলেন তরুণী!

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের আসরে বিয়ে ভাঙার ঘটনা নতুন নয়। সিনেমা হোক বা বাস্তব এমন উদাহরণ রয়ে ভুরি ভুরি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিয়ে ভাঙার নেপথ্যে থাকে পাত্রপক্ষের সিদ্ধান্ত। কখনও পর্যাপ্ত যৌতুকের অভাব আবার কখনও অন্য কোনও কারণ। 

বিয়ে ভাঙার ঘটনায় সব সময় সামনে আসে বরপক্ষের নামই। কিন্তু এক্ষেত্রে ঘটেছে ঠিক উল্টোটা। অর্থাৎ বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন খোদ পাত্রী। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের। সে রাজ্যের কৌশাম্বী জেলার এক গ্রাম সম্প্রতি সাক্ষী থাকল এমনই অদ্ভুত কাণ্ডের। 

অন্যান্য বিয়ের মতোই ঘটা করে আয়োজন হয়েছিল এই বিয়ের। বর্নাঢ্য শোভাযাত্রা সহ বিয়ে করতে হাজির হন বরমশাই। সঙ্গে ছিল বিশাল এক বরযাত্রী। তাদের যথেষ্ট আপ্যায়ন করেই ঘরে তোলেন পাত্রীপক্ষের লোকজন। কিছুক্ষণ অপেক্ষার পর সেখানে হাজির হন পাত্রী। তার হাতে বরমালা। 

উপস্থিত সকলেই বেশ উৎফুল্ল হয়ে সেই দৃশ্য দেখছিলেন। সকলেই অপেক্ষা করছিলেন কখন বরের গলায় মালা পরাবেন পাত্রী। কিন্তু তাদের সকলের অপেক্ষায় জল ঢেলে অদ্ভুত আচরণ করে বসেন তরুণী। বরের গলায় মালা দেওয়া দূরে থাক, বিয়েটাই নাকচ করে দেন তিনি। মণ্ডপ থেকে চলেও আসেন। 

ঘটনায় বেজায় অপমানিত হন বরপক্ষের লোকজন। তক্ষণী পাত্রীর পরিবারের কাছে তরুণীর এই অদ্ভুত আচরণের কারণ জানতে চান তারা। পাত্রীর পরিবারও এই ঘটনায় বেজায় অবাক। সঙ্গে সঙ্গে তরুণীর কাছে এমন আচরণের কারণ জানতে চান তারা। জবাবে তরুণী সাফ জানিয়ে দেন, পাত্রের গায়ের রঙ কালো। 

কোনওভাবেই তাকে বিয়ে করতে পারবেন না তিনি। এমনকি পাত্রের বয়সও বেশি মনে হয়েছে তার। তাই মণ্ডপেই বিয়ে ভেঙেছেন তিনি। আর এই জবাব শুনে আরও চটে যান পাত্র ও তার বাড়ির লোকজন। সেই মুহূর্তে মণ্ডপ ছেড়ে বেরিয়ে আসেন তারা। কিন্তু গ্রাম পঞ্চায়েতের কাছে এই নিয়ে কড়া ভাষায় অভিযোগ দায়ের করেন।

পঞ্চায়েতের তরফে ডেকে পাঠানো হয় তরুণীকে। জানতে চাওয়া হয় বিয়ের দিন এমন আচরণের কারণ কী? আগের মতোই এক উত্তর দেন তরুণী। তবে সেইসঙ্গে যোগ করেন, বিয়ের আগে তাকে বরের যে ছবি দেখানো হয়েছিল, তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। তাই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। সকলেই রীতিমতো অবাক ওই তরুণীর আচরণে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে