বুধবার, ০৭ জুন, ২০২৩, ০৩:০৯:৩৮

এটা ডাবের পানি নাকি নালার পানি, খাচ্ছেন কি?

এটা ডাবের পানি নাকি নালার পানি, খাচ্ছেন কি?

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি যা গরম পড়েছে, তার জেরে ব্যাপক হারে বেড়েছে ডাবের পানি বিক্রি। দিল্লি এলাকাও তার ব্যতিক্রম নয়। এই গরমে ভারতের রাজধানীতে বসবাসকারী বেশিরভাগ মানুষই তাদের দৈনন্দিন খাদ্য তালিকায় ঢুকিয়ে নিয়েছেন ডাবের পানি। 

দিল্লির প্রতিটি বাজার ও আবাসনগুলির বাইরে বা রাস্তার ধারে ডাব বিক্রেতাদের দেখা যায়। কিন্তু, গত দুদিনে ইন্টারনেটে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখার পর ডাবের পানি খেতে গিয়ে আনেকরই মনে প্রশ্ন জাগছে, এটা ডাবের পানি না নালার পানি? 

তবে ভিডিওটি প্রকাশিত হওয়ার পর, পুলিশ এই বিষয়ে ব্যবস্থা নিয়েছে। ভিডিওটি দিল্লীর পাশে নয়ডার। এতে, রাস্তার ধারের এক ডাব বিক্রেতাকে দেখা যাচ্ছে তার ডাবগুলিকে তাজা রাখতে তিনি সেগুলির উপর নালার নোংরা পানি ছিটিয়ে দিচ্ছেন। 

প্রথমে তিনি একটি প্লাস্টিকের পাত্রে ওই নালা থেকে পানি ভরছেন। তারপর বিক্রির জন্য রাখা ডাবগুলির উপর সেটি থেকে ওই অস্বাস্থকর পানি ছিটিয়ে দিচ্ছে। গ্রেটার নয়ডার শ্রী রাধাকৃষ্ণ স্কাই গার্ডেন সোসাইটি নামে এক আবাসনের কাছে ওই বিক্রেতা ডাব বিক্রি করেন। 

এলাকারই এক বাসিন্দা এই দৃশ্য ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। রবিবার ভিডিওটি শেয়ার করা হয়। সোশ্যাল মিডিয়ায় সেটি ব্যাপক ভাইরাল হয়। এরপরই আসরে নামে গৌতম বুদ্ধ নগর থানার পুলিশ। ভিডিওটির ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে এবং ওই ডাব বিক্রেতাকে শনাক্ত করে। পরে, তাকে গ্রেফতারও করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম সমীর। সে আদতে উত্তর প্রদেশের বেরিলি জেলার বাসিন্দা, বয়স ২৮ বছর। থানার ইনচার্জ অনিল কুমার রাজপুত বলেন, বিক্রেতার বিরুদ্ধে দণ্ডবিধির ২৭০ ধারায় অর্থাৎ বিপজ্জনক রোগের সংক্রমণ ছড়াতে পারে এমন কাজ করার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। টুইট করে পুলিশ জানিয়েছে, এই বিষয়ে আরও তদন্ত চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে