বুধবার, ০৭ জুন, ২০২৩, ১১:৫৯:১৬

‘বিপর্যয়’ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত, যে দিকে অগ্রসর হবে!

‘বিপর্যয়’ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত, যে দিকে অগ্রসর হবে!

আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব আরব সাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। ধীরে ধীরে শক্তি সঞ্চারও করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘বিপর্যয়’। এই ঝড়ের নামটি বাংলাদেশের দেওয়া। ঘূর্ণিঝড়টি শক্তিশালী হওয়ায় ভারতীয় মৌসুম ভবন দেশটির ওই অঞ্চলে সতর্কতা জারি করেছে।

ভারতীয় মৌসুম ভবনের সূত্রে জানানো হয়েছে, পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব আরব সাগরে ঘনীভূত হয় নিম্নচাপ। তারপর থেকেই ক্রমশ সত্যি বাড়াতে শুরু করে বিপর্যয়। শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ থেকে এখন শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘বিপর্যয়’।

আগামী ২৪ ঘণ্টায় পূর্ব-মধ্য আরব সাগরে শক্তি সঞ্চার করতে করতে আরও উত্তরদিকে অগ্রসর হবে বিপর্যয়। নিম্নচাপ ‘বিপর্যয়’ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতেই সতর্কতা জারি করা হয়েছে মহারাষ্ট্র, কর্নাটক, কেরালা ও গোয়ার উপকূল এলাকায়।

কেরালার তিরুবনন্তপুরমে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। প্রসঙ্গত ঘূর্ণিঝড়ের ‘বিপর্যয়’ নামটি বাংলাদেশের দেওয়া। সূত্র- জিনিউজ টুয়েন্টিফোর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে