বৃহস্পতিবার, ০৮ জুন, ২০২৩, ০৪:৩৯:৫৬

যে কারণে নিউইয়র্কের বাসিন্দাদের মাস্ক পরতে বলা হয়েছে

যে কারণে নিউইয়র্কের বাসিন্দাদের মাস্ক পরতে বলা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার চলমান দাবানলে সৃষ্ট ধোঁয়া গোটা উত্তর আমেরিকার লাখ লাখ মানুষকে উচ্চ-ঝুঁকিতে ফেলে দেয়েছে। এরই মধ্যে কয়েকটি প্রদেশে সতর্কতা জারি করা হয়েছে। তীব্র বাতাসে ধোঁয়া প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে। এসময় নিউইয়র্কের ‘স্ট্যাচু অব লিবার্টি’ দূর থেকে ধূসর দেখায়।

দাবানলের তীব্র ধোঁয়ায় কানাডার টরন্টো এবং এর আশপাশের এলাকাসহ অন্টারিও এবং কুইবেকের প্রধান শহরগুলো ঢেকে গেছে। এ ছাড়া ধোঁয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি এবং কানেকটিকাট পর্যন্ত পৌঁছেছে। বেশির ভাগ ধোঁয়াই কুইবেক থেকে আসছে, যেখানে ১৬০টি এলাকায় আগুন জ্বলছে। ‘এনভায়রনমেন্ট কানাডা’ মঙ্গলবার অটোয়ার জন্য কঠোর সতর্কতা জারি করেছে।

কানাডার রাজধানীতে বাতাসের মান মানুষের স্বাস্থ্যের জন্য ‘উচ্চ মাত্রার ঝুঁকি’ বলে মনে করা হচ্ছে। টরন্টো এবং এর আশপাশের এলাকার অবস্থাও একই।

এদিকে ইতিমধ্যেই ‘ইউএস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (ইপিএ)’ উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রের বেশির ভাগ বায়ুর মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে জানিয়েছে। বিশেষ করে যারা ইতিমধ্যেই শ্বাসকষ্টে ভুগছেন তাদের জন্য।

পূর্ব পেনসিলভানিয়া, নিউ ইয়র্ক এবং নিউ ইংল্যান্ডের অংশগুলোতে বায়ুর গুণগত মান সূচক সর্বোচ্চ ২০০ দেখাচ্ছে। এর অর্থ এমন পরিস্থিতি সবার জন্য খুবই অস্বাস্থ্যকর।

নিউইয়র্কে মঙ্গলবার সকালে তোলা একটি ছবিতে দেখা গেছে, কানাডা থেকে দাবানলের ধোঁয়া দক্ষিণে যাচ্ছে, ফলে কমলা রঙের ধোঁয়া শহরটির আকাশ ঢেকে রেখেছে। জনস্বাস্থ্য কর্মকর্তারা সবাইকে বাইরে ব্যায়াম না করার জন্য এবং যতটা সম্ভব ধোঁয়ার সংস্পর্শে না আসার জন্য সতর্ক করেছেন।

কানাডার দাবানলের ধোঁয়ায় ছেয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কর আকাশ। স্থানীয় বাতাসকে অস্বাস্থ্যকর বলে ঘোষণা করা হয়েছে। ফলে নিউইয়র্কের বাসিন্দাদের মাস্ক পরার আহ্বান জানিয়ছেন স্থানীয় মেয়র।

মেয়র এরিক বলেছেন, ‌এটা ম্যারাথন দৌড়ানোর দিন নয় অথবা বাইরে অনুষ্ঠানে আপনার শিশুকে নিয়ে যাওয়ার সময়ও নয়। তিনি স্থানীয় বাসিন্দাদের যথা সম্ভব ঘরের ভেতরে থাকতে বলেছেন। আর বাইরে যেতে হলে এন৯৫ মাস্ক পরার পরামর্শ দিয়েছেন।

নিউইয়র্কের স্কুলগুলোও বন্ধ ঘোষণা করা হয়েছে। 

কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া নিউইয়র্ক সিটিকে ঢেকে গিয়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের শহরগুলোতে বাতাসের মানের বিষয়ে সতর্কতা জারি করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে