শুক্রবার, ০৯ জুন, ২০২৩, ০৮:৪৫:২৮

প্রচণ্ড শক্তিশালী হয়ে এগুচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

প্রচণ্ড শক্তিশালী হয়ে এগুচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

এমটিনিউজ ডেস্ক : ক্রমেই শক্তিশালী হয়ে ভারতের দক্ষিণ-পশ্চিম ও পাকিস্তানের করাচি উপকূলে এগুচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। আরব সাগরে তৈরি ঘূর্ণিঝড়টি ভারতে আঘাত হানার আশঙ্কা নেই বলে মনে করছে স্থানীয় আবহাওয়া বিভাগ। ভারতের আবহাওয়া বিভাগের বুলেটিনে জানানো হয়, অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে ‘বিপর্যয়’।

শুক্রবার (৯ জুন) সকাল সাড়ে এগারোটায় বিপর্যয়ের অবস্থান ছিলো পূর্ব মধ্য এবং দক্ষিণ পূর্ব আরব সাগরে। যা গোয়া উপকূল থেকে আটশ’ ৪০ কিলোমিটার ও মুম্বাই থেকে আটশ’ ৭০ কিলোমিটার দূরে। আর পাকিস্তানের করাচি থেকে এর দূরত্ব এক হাজার একশ’ ৭০ কিলোমিটার।

শুক্রবার সকাল থেকে পরবর্তী ৩৬ ঘণ্টায় ‘বিপর্যয়’ আরও শক্তি সঞ্চয় করে দুইদিনের মধ্যে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। ঝড়টি মহারাষ্ট্রে আছড়ে পড়ার আশঙ্কা বৃহস্পতিবার জানানো হলেও পরদিন এই অবস্থান থেকে সরেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে, এর প্রভাবে প্রবল ঝড়-বৃষ্টি হলেও ভারতে এটি না-ও আঘাত হানতে পারে।

এদিকে, গভীর সমুদ্র থেকে মৎস্যজীবীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে যাবার নির্দেশনা দেয়া হয়েছে। বাংলাদেশের আবহাওয়া বিজ্ঞানীদের দেয়া ‘বিপর্যয়’ নামটি ২০২০ সালে গ্রহণ করে ওয়ার্ল্ড মেটেরোলজিকাল অর্গানাইজেশন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে