শুক্রবার, ০৯ জুন, ২০২৩, ১১:১৬:১৬

সবচেয়ে বেশি গরম পড়বে আগামী যে বছর; বিজ্ঞানীদের পূর্বাভাস

সবচেয়ে বেশি গরম পড়বে আগামী যে বছর; বিজ্ঞানীদের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক : সামুদ্রিক উষ্ণ বায়ু- এল নিনোর প্রভাবে ২০২৪ হতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের উষ্ণতম বছর। এর প্রভাবে জলবায়ু প্যাটার্নে আসবে বড় ধরনের পরিবর্তন। এমনই বলছেন মার্কিন বিজ্ঞানীরা। তারা বলছেন, এরই মধ্যে শুরু হয়েছে এল নিনোর প্রভাব।

গড় তাপমাত্রার চেয়ে দশমিক পাঁচ বা এক ডিগ্রি সেলসিয়াস বেশি উষ্ণতার প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রস্রোত দক্ষিণ বা পূর্বে অগ্রসর হলে যে উষ্ণ তাপমাত্রার সৃষ্টি হয় তাকে এল নিনো বলে।

আবহাওয়াবিদদের মতে, এর প্রভাবে সামনের বছরগুলোতে দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়া পড়তে পারে বড় খরার কবলে। বৃষ্টি বাড়বে যুক্তরাষ্ট্রে। কমবে, বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশীয় দেশগুলোতে। কেবল এল নিনোর প্রভাবে তাপমাত্রাবৃদ্ধিই না, আগামী ৫ বছর বিশ্বের তাপমাত্রা বাড়বে অন্তত দুই ডিগ্রি।

বৃহস্পতিবার (৯ জুন) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ওয়ার্ল্ড মেটেরোলজিকাল অর্গানাইজেশনের মহাসচিব পেটেরি তালাস। এল নিনো প্রতি দু’ থেকে সাত বছর অন্তর ঘটে। সাধারণত যে বছর এল নিনো হয়, তার পরের বছর অনুভূত হয় তীব্র গরম। এর আগে ২০১৫-এর এল নিনোর প্রভাবে ২০১৬ তে দেখা দেয় রেকর্ড ভাঙ্গা তাপমাত্রা। সূত্র: বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে