শনিবার, ১০ জুন, ২০২৩, ১২:৩৭:২৮

ওমান উপসাগরে ভারতীয় বিমানসেনার ৮ ঘণ্টার অভিযান

ওমান উপসাগরে ভারতীয় বিমানসেনার ৮ ঘণ্টার অভিযান

আন্তর্জাতিক ডেস্ক: ওমান উপসাগরের কাছে বো'মাব'র্ষণ করল ভারতীয় বিমানসেনা। প্রায় ৮ ঘণ্টা ধরে চলা অত্যন্ত জটিল এই অভিযানে অংশ নেয় বাহিনীর বেশ কয়েকটি সুখোই যু'দ্ধবিমান।

শুক্রবার এক বিবৃতিতে বিমানসেনা জানিয়েছে, গুজরাটের বিমানসেনা ঘাঁটি থেকে উড়ান ভরে বেশ কয়েকটি যু'দ্ধবিমান। ছক মতে ওমান উপসাগরের কাছে নির্ধারিত লক্ষ্যে সফলভাবে আ'ঘা'ত হে'নেছে সুখোই-৩০ এমকেআই জেটগুলি। প্রায় ৮ ঘণ্টা ধরে চলে অত্যন্ত জটিল এই ম'হড়া। 

মাঝ আকাশে হা'মলাকারী বিমানগুলিতে জ্বালানি ভরে বিমানসেনার আইএল-৭৮ ট্যাঙ্কার বিমান। মূলত, যু'দ্ধের পরিস্থিতিতে দূরের লক্ষ্যবস্তুতে হা'মলা চালাতে সুখোই কতটা সক্ষম, তা খতিয়ে দেখতেই এই ম'হড়া চালানো হয় এবং পরীক্ষায় রীতিমতো চোক ধাঁধানো সাফল্য পেয়েছে সুখোই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে