শনিবার, ১০ জুন, ২০২৩, ১১:০১:৩২

একটির সঙ্গে আরেক প্লেনের ধাক্কা! তারপর...

একটির সঙ্গে আরেক প্লেনের ধাক্কা! তারপর...

আন্তর্জাতিক ডেস্ক: বিমানবন্দরের রানওয়েতে একটির সঙ্গে অন্য একটি প্লেনের ধাক্কা লেগেছে। এতে একটি প্লেন ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (১০ জুন) ঘটনাটি ঘটেছে জাপানের টোকিওর হানেদা বিমানবন্দরে। এই ঘটনায় কেউ হতাহত হননি।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাক্সিওয়েতে ছিল ব্যাংককগামী থাই এয়ারওয়েজের একটি প্লেন। উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল প্লেনটি। সেই সময়ই সেখানে ছিল ইভা এয়ারওয়েজের অন্য একটি প্লেন। তখন একটি সঙ্গে অন্যটির ধাক্কা লাগে। কীভাবে দু’টি প্লেন পাশাপাশি চলে এল, তা জানা যায়নি।

এতে ক্ষতিগ্রস্ত হয় থাই প্লেনের ডানার (উইং) কিছু অং‌শ। ক্ষতিগ্রস্ত হওয়ায় প্লেনটি আর উড়তে পারেনি। ওই প্লেনে ছিল ২৫০ জন যাত্রী ও ১৪ জন ক্রু সদস্য। তবে দুর্ঘটনার জেরে ওই বিমানবন্দরের একটি রানওয়ে সেখানকার স্থানীয় সময় বেলা ১১টা থেকে বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তাইওয়ানের ইভা এয়ারওয়েজের কোনো মন্তব্য পাওয়া যায়নি। আর থাই এয়ারওয়েজ বলছে, জাপানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে